
একদিন টকশোতে অভিনেতা মার্জুক রাসেলকে এক সাংবাদিক প্রশ্ন করছিল আমরা যতটুকু শুনেছি একটা সময় আপনি প্রচুর নেশা করতেন। কারো জন্য খুব পাগলামু করতেন। কিন্তু এখন আপনি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন। আপনার এই পরিবর্তনের পিছনে সেই মানুষটার ভূমিকা কতটুকু? উত্তরে মার্জুক রাসেল বলছিল ‘হ্যাঁ’একটা সময় প্রচুর সিগারেট খেতাম। ফাঁকেফুঁকে নেশাও করতাম। আমার এ অবস্থা দেখে মা আমাকে একদিন বলছিলো এত সিগারেট খাইস না! অতিরিক্ত সিগারেট খেলে ক্যান্সার হয়। মানুষ মারাও যায়!
সেদিন আমি আমার মাকে বলেছিলাম আমার কাছে যখন মনে হবে তুমিও আমার জন্য ক্ষতিকর এবং বিপদজনক! তখন আমি তোমাকেও ছেড়ে দিব। তেমনই যখন আমি বুঝতে পারবো সিগারেট আমার ক্ষতি করছে। তখন আমি সিগারেটও ছেড়ে দিব। এবার আপনারা বলতে পারেন। সিগারেট আর মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক কী? তাহলে বলছি শুনুন। যখন আপনি উপলব্দী করতে পারবেন আপনি যাকে অন্ধের মত ভালোবাসেন এবং বিশ্বাস করেন। আর সেই মানুষটা আপনার জন্য ক্ষতিকর কিংবা তার জন্য আপনার সুন্দর গোছালো জীবনটা ধ্বংস হতে পারে। তাহলে তাকে ছেড়ে দেয়া আপনার জন্য ফরজ।
ক্ষতিকর কোনো কিছুই জীবনে সুখ বয়ে আনেনা। তেমনই ভাবে আপনার জন্য যদি কোনো মানুষকে কষ্ট ভোগ করতে হয়। সেক্ষেত্রে আপনার দায়িত্ব তার থেকে নিজেকে শত মাইল দূরে রাখা। আপনি বা আমরা হয়তো ভাবি ‘নিজের সুখটাই বড়। কিন্তু মাঝে মধ্যে নিজের খারাপ হলেও কিংবা নিজের অনেকটা কষ্ট হলেও পছন্দের কিছু জিনিস হাসিমুখে হারিয়ে ফেলতে হয়। কথায় আছে না ভোগে নয় ত্যাগেই সুখ। কিছু জিনিস ভোগ করার আগে ত্যাগ করাটাই শ্রেয়। অতএব, জীবন নির্মম সুন্দর 😤 কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেও আফসোস করতে নেই।
জীবন নির্মম সুন্দর-
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
জীবনকে সহজ সুন্দর করে তুলতে হলে অনেক কিছুই ত্যাগ করা লাগে,আবার অপছন্দের অনেক কিছু গ্রহণ করে নিতে হয়। আসলে যারযার জীবনের সুখ কীভাবে আসবে সেটা তাকেই ঠিক করে নিতে হয়।
অনেকদিন পর লিখলেন, নিয়মিত আসুন।
শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
জ্বী আপু নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রোকসানা খন্দকার রুকু
ক্ষতিকর কোনকিছু সুখ বয়ে আনে না। কষ্ট হলেও তাকে বাদ দিতে হয় দেয়া উচিত । তাহলেই জীবন সুন্দর হয়। নিয়মিত লিখুন। শুভ কামনা।
মাছুম হাবিবী
ইনশাআল্লাহ্ নিয়মিত লেখার চেষ্টা করবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আরজু মুক্তা
ত্যাগেই সুখ। যা জীবনে ভালো বয়ে আনে না। তাকে পরিহার করা ভালো
মাছুম হাবিবী
একদম রাইট। ধন্যবাদ গ্রহণ করবেন
রেজওয়ানা কবির
গানের লাইন মনে পড়ে গেল,,,,
জীবন
চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ’তে হ’তে
হয়তো
মরে গেলে হ’ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো।
জীবনের অর্থ একেকজনের কাছে একেকরকম কিভাবে জীবনকে দেখবো সেটার আগে রহস্য বের করতে হবে তারপর তা পরিচালনার চেষ্টা করতে করতেই একসময় সময় শেষ।।।
ভালো লিখেছেন, শুভকামনা।
মাছুম হাবিবী
গানের কথাগুলো সত্য। অনেক অনেক ধন্যবাদ
হালিমা আক্তার
ত্যাগ বিহীন জীবন কখনোই পরিপূর্ন সুখ লাভ করে না। কখনো পছন্দের কিছু পরিত্যাগ করতে হয়, আবার অপছন্দের কিছু গ্রহণ করিতে হয়। এরই নাম জীবন।
শুভ কামনা অবিরাম।
মাছুম হাবিবী
একদম রাইট। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
ক্ষতিকর জিনিস গুলো ত্যাগ করাই শ্রেষ্ঠ কাজ। তা না হলে জীবন বিভীষিকাময় হয়ে উঠে। অনেক দিন পর লিখলেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মাছুম হাবিবী
জ্বী অনেকদিন পর। ভাবছি দ্রুত ফিরবো ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবন নিয়ে সুন্দর ভাবনার প্রকাশ — জীবন নির্মম সুন্দর 😤 কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেও আফসোস করতে নেই।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।