
এই তো তুমি,আমার তুমি
আমার স্বপ্নের রাণী
তোমার প্রহরে গুনেছি দিন
সোনা বউ,এ কি!
টোপ পরা গালে এ কি লাজুকতা
আমার প্রথম কবিতা তোমাকে নিয়ে
আমার কল্পনার আচড়ে তোমায় গড়েছি
কখনও নিঃসঙ্গতায়,কখন কোলাহলে
কতজনের ভিড়ে তোমাকে খুজেঁছি,
একটা শূন্যতা সব সময় থেকেছে।
কখনও গান শুনতে,কখনও বৃষ্টিস্নাত
কখনও প্রভাতে,কখনও গোধুলীতে
কখনও ঝড়ো ঝাপটা রাতে
সুন্দর স্বপ্নে ভেঙ্গেছে ঘুম কত রাত্রি!
ভেবেছি দুজনে মিলে হাতটা ধরে,
ঘুরে বেড়াব দেশ বিদেশ-
ভ্রমণপিপাসু এ মন কত ভেবেছে।
সোনা বউ,কত ক্লান্তি বিকেল
মনে হয়েছে এই তো এসেছ-
এক কাপ চা হাতে কাচেঁর চুড়ির টুং টুং শব্দে,
তুমি সেজেছ আমার প্রিয় কিছু চাওয়াকে নিয়ে;
কেমন করে পেরেছো বলতো সোনা বউ!
তুমিও কি আমার মত মুখিয়ে ছিলে
দুজনের দেখা হবার প্রতীক্ষায়।
একসাথে জ্যোৎস্নারাত,বৃষ্টির রিমঝিম
সূর্যের চলে যাওয়া,ফিরে আসা
পড়ন্ত বিকেলে কখনও কনক্রিটের রাস্তা
কখন এবড়ো থেবড়ো পথ
কখনও হাতে হাত রেখে,নীরবে তাকিয়ে রইবে।
বল সোনা বউ,এভাবে চোখ ছল ছল কেন
আমার আজ পূর্ণতায় চোখ বেয়ে জল নয়
এ যেন খুশি,মাইল পথ পাড়ি দিবার খুশি।
তুমি যখন শার্টের বোতাম আটকিয়ে
এলো চুলে সাজ দাও,মনে হয় বাঁচি হাজার বছর
দু জনের খুনসুটিতে দুজন ক্লান্ত হয় না
অন্যরা আড় চোখে দেখে
তুমি আমি দিনকে দিন
এক সুতায় গাঁথি।
সোনা বউ,,শুনছ কি? কি মোহতায়
কি মুগ্ধতায় কি বিতৃষ্ণায়
আজও আছি দুজনে।ছেলেপুলে যার যার জীবনে
দুজনে বুড়ো হয়ে একসাথে এতটা জীবন।
তবু ভাবি কি সুখ,তোমার স্নেহের পরশ
আমার জ্বর গায়ে সেবিকার রূপে ফির
মনে হয় হাজার বছর এমনি করে বাঁচি।
২০টি মন্তব্য
রেজওয়ানা কবির
আপু ছবিটি আমার ডিলিট করবেন ।বুঝতে পেরেছি আপনি নতুন তাই হয়তো জানেন না। কারো অনুমতি ব্যাতীত ছবি দেয়া ঠিক না। আসলে আমারও নিজের ছবি দেয়া শখ তাই ব্লগের প্রথমদিকে আমার ছবিগুলো দিয়েছিলাম যেগুলো এখনো ব্লগে আছে জন্যই আপনি পেয়েছেন। যাইহোক আশা করছি ডিলিট করবেন।
ফারজানা আক্তার
সরি আপু।ভেবেছি সব ছবি সোনেলার।ইচ্ছে করলে দেওয়া যায়।এখন দেখছি নতুন ছবি।
রেজওয়ানা কবির
ইটস ওকে। তবে ব্লগের নিয়ম কানুনগুলো ভালোভাবে পড়লেই হবে। আসলে একটা সময় আমিও নতুন ছিলাম তাই ভুল হওয়াও স্বাভাবিক। নিয়মিত লিখুন, শুভকামনা, তবে লেখার শেষে
ছবিঃ নেট থেকে /নিজের বা যেখান থেকে পেয়েছেন তা দিলেই হবে। আর একটা করে লেখা দেয়ার পর ২৪ ঘন্টা পর আরেকটা নতুন লেখা দিতে হয়। অনেক অনেক শুভকামনা।
রিতু জাহান
বার্ধক্যের কথোপকথন,,,
আর একটু সাজান আপু। দাঁড়ি কমা।
শব্দের ভাবনাগুলো চমৎকার।
শুভকামনা জানবেন।
সত্যিই তাই, বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী ছাড়া যেনো আর কিছু থাকে না।
অনেকটা টম এন্ড জেরির মতো, আবার সন্ধ্যা দিনের মিলনের মতো।
ফারজানা আক্তার
আপু অনেক জায়গায় বিরাম চিহ্নের প্রচুর ব্যবহারটা মেনে নেওয়া হয় না।তাই কম ব্যবহারের প্রচেষ্টা করেছি।
সোনেলা রোদ্দুর
প্রিয় ব্লগার, আমার মন্তব্যটি একটু সময় নিয়ে পড়বেন আশাকরি। মন্তব্য পড়ে শুধু ধন্যবাদ না দিয়ে কি বলতে চেয়েছি তা জবাবে বলুন কষ্ট করে।
১। আপনি অত্যন্ত ভালো কবিতা লেখেন এ বিষয়ে নিশ্চিত হয়েছি।
২। লেখার বিষয়ে আপনার আগ্রহ প্রবল তা বুঝতে পেরেছি আমি সহ অন্যরা।
৩। আপনি লেখার ফন্ট এ বিশেষ পারদর্শি। যে কারনে লেখায় রঙ দিতে পারেন, এবং লাইনের বিন্যাসেও দক্ষ আপনি।
পরামর্শঃ
১। সমস্ত লেখায় রঙ দিলে মোবাইলের অনেক সেটে তা ঝাপসা দেখায়, কিছু কিছু সেটে অনেক উজ্জ্বল দেখায়। বিধায় লেখা খুলো চোখে বাজে। আমার মোবাইলে আপনার লেখা খুবই হালকা দেখায়, পড়তে খুব কষ্ট হয়।
২। আপনার চারটি পোষ্টই বোল্ড করা অক্ষরগুলো। এটিও চোখে বাজে। একটি লেখার মধ্যে যে সমস্ত শব্দে বিশেষ অগ্রাধিকার থাকে তা বোল্ড করা ভালো।
৩। অন্যদের লেখা দেখুন, সহজ ভাবে লিখছেন প্রায় সবাই। সেভাবে লিখলেই ভালো হয় আপনার জন্য।
===
আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে কিন্তু বাঁধা নেই, আপনি লিখতেই পারেন। তারপরেও পরামর্শ হিসেবে আমার মন্তব্য বিবেচনার জন্য দিলাম।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
ফারজানা আক্তার
১. পরামর্শগুলো মনে রেখে তা প্রয়োগের চেষ্টা করব।
২.আসলে এটা ওয়ার্ডে লেখা।সেটা কপি করে পেস্ট করাতে রংও চলে আসল।
৩. সোনেলা এত সুন্দর প্ল্যাটফর্ম। শিখতে পারি।
৪.আমি আপনাদের সাথে আরও আরও বহুদূর হাটঁতে চাই।
৫.সবার লেখা সাধারণ নয়।অনেক লেখা,ভাবনা,গল্পের প্লট সত্যি মনোমুগ্ধকর।বরং মনে হয় আমি কিছু পারি না! অপলকে তাকিয়ে তাকি।সময় দিয়ে এ লেখা পড়লে নিজের মানোয়ন্নন অকপটে সম্ভব।
৬.সবশেষে ধন্যবাদ সোনেলার এডমিন এবং লেখকদের❤️❤️❤️❤️❤️
মোঃ মজিবর রহমান
https://youtu.be/POMPhf7DNZk
ফারজানা আক্তার
জি আসলে অসাধারণ।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। আশা করি সবার মন্তব্য পড়বেন , উত্তর দিবেন আর নিয়মগুলো ফলো করবেন। বেশি বেশি লিখুন, সোনেলার সাথেই থাকুন। লেখার শেষে নিজের নাম না দিয়ে ছবি-সোনেলা গ্যালারী, গুগল, নেট থেকে নেয়া লিখে দিবেন।রচনার সময়টা ও লিখে দিতে পারেন শেষে। লেখাটি আপনার আইডি দিয়ে লেখা তাই লেখাটি আপনার নামেই দেখাবে। সম্পাদনার ঘর আছে সেখানে সিলেক্ট করে এডিট করে নিবেন। ধন্যবাদ ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফারজানা আক্তার
ছবি নিয়ে বলার পরও বুঝতে পারি নি বিষয়টা।এরপর থেকে বিষয়টা উল্লেখ করে দিব।আসলে কপি পেস্ট করতে নামটা থেকে যায়।এ বিষয়টা আশা করি মনে থাকবে।আবারও ধন্যবাদ
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো
ফারজানা আক্তার
বিষয়টা আমার ভাল লেগেছে।নিজেকে সংশোধন করার এমন সুযোগ সত্যি ভাগ্যের ব্যাপার।অনেক ধন্যবাদ❤️❤️
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমের সুন্দর কবিতা — তবু ভাবি কি সুখ,তোমার স্নেহের পরশ
আমার জ্বর গায়ে সেবিকার রূপে ফির
মনে হয় হাজার বছর এমনি করে বাঁচি।
ফারজানা আক্তার
অনেক ধন্যবাদ,লেখক❤️❤️❤️❤️
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতি শুভ কামনা রইল।
ফারজানা আক্তার
বিষয়টা আমার ভাল লেগেছে।নিজেকে সংশোধন করার এমন সুযোগ সত্যি ভাগ্যের ব্যাপার।অনেক ধন্যবাদ❤️❤️
হালিমা আক্তার
দারুন ভালোবাসার কথোপকথন। আসলেই বৃদ্ধ বয়সে একে অপরের পরিপূরক হয়ে যায়। শুভ কামনা রইলো।
ফারজানা আক্তার
সময়ের সাথে সাথে প্রেমটা বিশ্বাস আর ভালবাসায় পরিপূর্ণ হয়।