দিনদিন বাড়ছে ক্রেতা বাড়ছে ভীষণ ভীড়,
সস্তা দামে মৃত্যু নিতে হয়েছে অস্থির।
লাইন ধরো হে! লাইন ধরো হে!একি করছো তোমরা।
সস্তা দামে মৃত্যু নিতে ঘষছো বুকের চামড়া!
আগে এলে আগে পাবেন, টাটকা ভীষন ভাই।
মৃত্যু নাকি খুব সুস্বাদু, ভেজাল তাতে নাই।
তাইতো এতো লাইন পড়েছে অজগরের মতো,
জীবন বেঁচে মৃত্যু পাবে সরকার তাতে জ্ঞাত।।
হরেক রকম মৃত্যু আছে বাক্স বন্দী দোকান।
ডেঙ্গু নাকি বেশ পুরনো, করোনার ভীষণ মান।
ছুটছে সবাই ঐদিকেতে’ই নতুন বলে কথা!
নিতে হবে নতুনটাকেই খাটিয়ে বুদ্ধির মাথা।
কি করি হায়! কি করি হায়, পাবো তাকে কিসে।
তাইতো সবাই মাস্ক খুলেছে মৃত্যু ভালোবেসে।
ভালোবাসার কমতি নেই, পেতেই হবে তাকে।
সেই কারনেই হাত ধোব না সাবান ঘষে ঘষে।
একসাথে ভাই চলতে হবে কাঁধে রেখে কাঁধ।
আবেগটা তাই সলিড এখন, মৃত্যু কিনার সাধ।
মনের ভেতর দুঃখ পুষি, পেয়ে গেল সবাই!
আমি বাপু কপাল পোড়া মৃত্যু জোটে নাই।
তাইতো আজ পন করেছি মৃত্যু আমার চাই,
রাস্তাঘাটে ঘুরে ফিরি মৃত্যু যদি পাই।
ও করোনা মহান তুমি, একটু দৃষ্টি দাও,
তোমার জন্যই সব আয়োজন, বুকে তুলে নাও।
অবশেষে হলাম আমি করোনার মুখোমুখি।
এখন আমার বাঁচার শখ, কি যে এখন করি।
হাসপাতালে ছুটছি আমি সিট খালি নাই।
আজব দেশে জন্মটাই ভুল, দেশ নাকি ছাই।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
অবস্থা তাই হয়েছে। মৃত্যু আমরাই ডেকে আনছি।
নিজে সচেতন না হলে কিছু হবে না।
নিয়মিত লিখুন। নিরাপদে থাকুন।
শুভ কামনা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
একদম সত্যি কথা। যদিও আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হয়না। তবু আল্লাহ তো সাবধানতা অবলম্বন করতে বলেছেন। ইচ্ছে করে মৃত্যু কে আলিঙ্গন করতে বলেননি। শুভ কামনা অবিরাম। ভালো থাকবেন।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমরা তো সচেতনভাবে মৃত্যুকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ কবিতা টা দারুন লিখেছেন। আমরা সত্যিই মৃত্যু কে ডেকে আনছি। মরিবার সাধ হয়েছে বাঁচাবে বলো কে? অফুরন্ত শুভকামনা রইলো
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।