রাখাল ছেলে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ০৭:১০:৪৬পূর্বাহ্ন ছড়া ১০ মন্তব্য

 

  1. রাখাল ছেলে খেলার ছলে
  2. চড়াই গরু দলে দলে
  3. মাঠে গরু
  4. পথটা সরু
  5. স্রোতস্বিনী ছুটে চলে।
বনের ধারে ঝোপে থাকা
বাঘ শয়তানের দৃষ্টি বাঁকা
খেতে স্বাদে
নইলে কাঁদে
বহু দিন ভাই পেটটা ফাঁকা।
হঠাৎ রাখাল দেখতে পেলো
একটি গরু বাঘে খেলো
ধবল রঙের
কান্নার ঢঙের
এক দৌড়ে সে বাড়ি গেলো।
লাঠি হাতে ক্ষিপ্ত মনে
রাখাল ছেলে বাড়ির সনে
কান্না করে
মাকে ধরে
বাঘে খেলো গরু ক্ষণে।
রচনাকালঃ
০৪/০৭/২০২১
৯৯১জন ৯২৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ