ছন্দ যেনো জল কলতান
মনের মধ্যে তুলেছে ঢেউ,
আষাঢ় মাসে বৃষ্টির ফোঁটায়
মন আনন্দে মাখছে কেউ।
ময়ূর নাচে বৃষ্টির শব্দে
আকাশটা যে মেঘ মাখা
বাহিরে নেই কোনো মানুষ
পাবে তোমরা কার দেখা।
আকাশের বুক ফেটে গেছে
পড়ছে বৃষ্টি একটানা
আষাঢ় মাসে নদীর জলে
সবার আছে ডুব মানা।
শাপলা শালুক নদীর জলে
শুধু ফুটে যে আছে,
বর্ষারাণী কদম কেয়া
ধরে আছে ওই গাছে।
বর্ষাকালে বৃষ্টির জন্য
প্রকৃতি যে হয় সুন্দর,
দেশে সকল নিচু জায়গা
জলে ডোবে ওই বন্দর।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
৪৮৭জন
৪২১জন
৬টি মন্তব্য
হালিমা আক্তার
বর্ষার চমৎকার উপস্থাপনা। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক।।।
আরজু মুক্তা
আষাঢ় বন্দনা ভালো হইছে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
নিতাই বাবু
বৃষ্টি নিয়ে ভাবনা কিন্তু দারুণ হয়েছে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল