
তুমি উত্তর মেরুতে বসে আছ,
বরফের চাদর ও বালিশ জমে আছে,
আমিও দক্ষিণ মেরুতে অকারণে
ঘোরাঘুরি করছি,
নেতিয়ে পড়া সিগারেটে,
ফসকে যাচ্ছে বন্দুকের মতো লাইটার!
আমাদের মাঝখানে,
পৃথিবীটা একটানা ঘুরছে আর ঘুরছে,
বহুদিন ঘুমায় না বোধ হয় সে!
একই রঙের ছাদ তোমার আমার,
অথচ কতোটা দূর ভাবো একবার,
ছুঁতে গেলে পৌছায়না হাত!
দেয়ালে দেয়ালে উঁকি দেয়া চোখ,
শার্লক হোমসের মতো,
লক্ষ্য করে গেলো আমাদের,
এতোগুলো বছর,
তারপরো দৈনিকে প্রতিদিন ছাপে,
ভুলভাল খবর,
এখনো জানেনা পৃথিবীর সব লোক,
আমি কে হই তোমার!
হাজার চাকার অদ্ভুত লিমোজিন,
গিয়েছিলো গ্রহণের কালে,
তোমার বারান্দায় তখন কাঠগোলাপেরা
বাজাচ্ছিল সঙ্গীত একতালে!
বুঝতে পারোনি উদ্ভট হয় সব প্রেম,
হ্যালুসিনোজেনের মতোই অবাস্তব!
আমার কাছেও এসেছিল পরদিন,
আমিও চড়তে জানিনা কিম্ভুত যান,
প্যাচার মতো বসেছিলাম চুপচাপ!
এখন পৃথিবী ঘুরছে আমাদের মাঝে,
দুইজন পাশাপাশি বসে আছি
নিশ্চুপ! যদিও আন্তঃদুরত্ব
নক্ষত্রের মতো বহুদূর,
তবু ভাবছি কে কার কতোটা কাছের!
চোখের সামনেই ঝাঁপ দিল পেঙ্গুয়িন,
শীতল জলে নাচে উষ্ণ জীবন,
তোমার আমার মাঝে আদিম সাগর!
একটা রহস্যদ্বীপ ভেলার মতোন,
ভাসে আর ডোবে!
সাগরটা পার হলে হয়তো বা,
তোমাকে দেয়া যেতো মৃদু ছোঁয়া,
পৌরাণিক দূর্ভাগ্য আমার,
সিন্ধুঘোটকের মতো পারিনা সাঁতার!
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুব ভাবুক কবি। বেশ ভালোই লাগল। দুরত্ব! কে আপন কে পর ! তবুও আপন মনেই হই।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন।
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন অনেক।
সুরাইয়া পারভীন
তাকে ছোঁয়ার জন্য সাগর পাড়ি দেবার কি দরকার
এই তো কেমন শব্দের মায়া জালে হৃদয় ছুঁয়ে যায়
শব্দ ছন্দে উপমায় পৃথিবী ঠিকই জেনে গেছে কে আপনি তার
দুর্দান্ত উপস্থাপন 👏👏👏
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন।
সাবিনা ইয়াসমিন
কিছু দুরত্ব কখনোই অতিক্রম করা হয় না। চোখের মধ্যভাগের মতো, দু’প্রান্তেই স্থির।
সৌবর্ণ বাঁধন
হুম আপু। কিছু দূরত্ব কখনো কমবেনা। অনেক শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
হোক দূরত্ব, দূর হতে আসুক ভালোবাসা আর বেঁচে থাকার মন্ত্র!
.
খুবি ভালো উপস্থাপন।
সৌবর্ণ বাঁধন
অনেক অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
দূরত্ব ঘুচে ভালোবাসা বাড়ুক।
ভালো লাগলো কবিতা।
সৌবর্ণ বাঁধন
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সুপর্ণা ফাল্গুনী
কিছু কিছু দূরত্ব মানুষ চাইলেও ঘুচাতে পারেনা। দূরত্ব আছে বলেই আকাঙ্ক্ষা আছে, গভীরতা আছে সম্পর্কের। তাই থাকুক কিছু দূরত্ব। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ দিদি।
সঞ্জয় মালাকার
কে আপন কে পর ! তবুও আপন মনেই হই।
দূরত্ব ঘুচে ভালোবাসা বাড়ুক।
ভালো লাগলো কবিতা।
শুভ কামনা //
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন সতত।