রুপে গুনে স্বরস্বতী
লক্ষীবন্ত ওই মন,
হাসি মজা নানা খেলা
চলে সবার ওই সন।
দৃপ্ত পায়ে হেঁটে চলা
ইচ্ছে খুশি মত,
তার যে রুপের শোভা বলতে
করণিক যে শত।
দেখে যেজন প্রেমে পড়ে
রূপবতীর যে রুপ,
পূজা করতে লাগে যেমন
আগর বাতি আর ধুপ।
মন ছুয়ে যায় তারই রুপে
ভেবে পায়’না কিছু,
দিবানিশি স্বপ্ন দেখি
ঘুরছি যে তার পিছু।
এলোমেলো ভাবনা গুলো
আর কি হবে বলা,
না পাওয়ার ওই আগুন নিয়ে
জীবন যুদ্ধে চলা।
৫০৬জন
৪৩৯জন
৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
রুপের বর্ণনা ভালই দিলে কবি ভাই। আরও সুন্দর শব্দের ব্যবহার করুণ আরও সুন্দর হবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য।
শুভকামনা রইল
আরজু মুক্তা
রূপের পিছনে ছুটে কী হবে? গুণ যদি না থাকে?
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।