
নেই কোন অভিযোগ তোমার প্রতি!
দিলাম সদা প্রতিশ্রুতি,
আর হবে না তোমার প্রতি কঠোর কোন
হানী,
এভাবেই চলে যাবো না দিয়ে কোন দ্রুতি।
নেই কোন অভিযোগ তোমার প্রতি!
এগিয়ে যাও তুমি, চলে গেলে বুঝে নিবো
খুব ভালো আছো তুমি।
হাজারটা কথা, স্বপ্ন হয়ে মুছে যাওয়া
একটা অভিযোগের মতো,
তাই তো আমি না দিয়ে তোমায়
দিয়েছি প্রিয় অবশান্ত,
এই জন্যই আমি দেয়নি কোন তোমার প্রতি
অভিযোগ,
অভিযোগ দিয়ে কি হবে!
যদিও বা আমিও হবো অভিযোগে ক্লান্ত,
যাই হোক তুমিও ভালো থাকো
আমাকেও ভালো রাখো এটাই আমার
শেষ প্রতিশ্রুতির ইতি।
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
কবিতায় ‘তুমার’ শব্দটা বুঝলাম না ভাই। আমি কবিতা কম বুঝি। একটু বুঝিয়ে বলবেন প্লিজ!!!!
আশরাফুল হক মহিন
এখন ভালো করে দেখেন তাহলে বুঝবেন
আরজু মুক্তা
তুমার কে তোমার আর তুমায় কে তোমায় করেন।
আশরাফুল হক মহিন
হুম
সাবিনা ইয়াসমিন
অভিযোগ করে কাউকে ফিরিয়ে আনা যায় না। যে যাবার সে ঠিকই চলে যায় নিত্ত-নতুন বাহানায়।
কবিতা ভালো লেগেছে। লেখার মধ্যে স্পেস কম দিন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
ভালোবাসার মানুষের প্রতি কোন অভিযোগ দিয়ে বেঁধে রাখা যায় না। যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো। শুভ কামনা।