কদম কেয়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ জুন ২০২১, রবিবার, ০৯:১৪:৫০পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১

ওরে খোকা, ওরে খুকি
দেখবি তোরা আয়,
কদম গাছে কেয়া গাছে
ফুল ধরেছে হায়।
ফুলের সাথে পাখির সাথে
ভ্রমর গাইছে গান,
ওরে খোকা ওরে খুকি
শুন না ফেলে কান।
কদমের সাথে কেয়া ফুলের
মধুর হাসি হয়
খোকা খুকি মন খুশিতে
নদে নৌকা বয়।
কদম কেয়া তুলে এনে
নানা খেলা হয়
বর্ষারাণী কদম কেয়া
নানা জনে কয়।
রচনাকালঃ
০৫/০৬/২০২১

৬৮৮জন ৬০৪জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ