দীর্ঘ নিদ্রা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ জুন ২০২১, সোমবার, ০৯:৩৬:৫৬পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. এই তো সেই দীর্ঘ নিদ্রা
  2. যে নিদ্রা কারো কভু হবে না শেষ
  3. যে নিদ্রা মানুষকে স্বজন থেকে নিয়ে যাবে
  4. দূর থেকে দূরের স্থানে
  5. থাকতে দেবে না আর পরিবার পরিজনের সাথে
  6. আর দেখতে দেবে না সেই নানা উৎসব
  7. শুনতে দেবে না আর পাখির কন্ঠের গান
  8. দেখতে দেবে না দেখতে বাংলার সবুজ শ্যামল প্রকৃতি
  9. সকল কিছু ছেড়ে চলে যেতে হবে,
  10. সেই দেশে নেই কোনো আমার স্বজন
  11. থাকতে হবে একা নির্জনে।
  12. রচনাকালঃ
  13. ২৩/১২/২০২০
৫৬২জন ৫১১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ