
আমাকে যেভাবে দেখছো! সেরকম ই আমি।
হাতজোড় করে বলছি, আমি খুব সহজ মানুষ।
আমি দুঃখ পুষে রাখি, অন্তরে যে ব্যথার ঘা!
দহনে আমি পুড়ি!
খুব অনুরোধ করে বলি, আমি বোকা মানুষ।
আমি বোঝাতে পারিনে ভালোবাসার মাপকাঠি
সন্ধ্যার সূর্য পেরিয়ে আমি এক ধাপ এগিয়ে গেছি,
সবার অন্তরালে, কিংবা কেউ জানতে চায়নি।
শুনো একবার বলি কি! আমি খুব দুঃখবিলাসী
মানুষ।
আমাকে বুঝবেনা তুমি! এ ঢের আমি বুঝে গেছি।
নিশি অবসানপ্রায়। প্রায়শ্চিত্ত করতে হবে এবার,
পুরাতন ধূলিমাখা ভুলে নত হলাম আজ। অবজ্ঞা
পোষণ করেই তবে আমি বুঝাতে পেরেছি
অবহেলার অন্তরর্ঘাত।
আমাদের রুক্ষ বিচ্ছেদ, পৃথিবীর ক্লান্ত বেদনারে করে
তুলে প্রষ্ফুটিত।
এবার নাহয় ভেবে নাও আমি নির্জন মানুষ!
মুছে দিয়ে সব রাঙা রোদ-
তোমার প্রেম ছেড়ে আমি এগুচ্ছি, সহস্রাধিক মাইল
দূরে।
বিচ্ছেদের আঘাতে রেখে গেলাম কিছু মায়ার অশ্রু
ভুল করে মনে এলে আধফোটা জ্যোৎস্নায় ম্লান চোখে
তাকিও আকাশের দিকে!
তবে-
বিশ্বাস করো, আমি খুব সুখী মানুষ নই।
আমাকে দুঃখ পোষণ করেই তবে হাসতে হয়।
দুঃখ দুঃখ দুঃখ! আমাকে এক সমুদ্র দুঃখ গ্রাস করেছে
আমি সহ্য করতে পারছিনে! আমাকে চলে যেতে হবে!
অন্তীম গন্তব্যে নতুবা নিশ্চিহ্ন কোথাও! যেথায় স্মৃতি নেই,
টানাপোড়েনের আশঙ্কা নেই।
“নির্বাসিত কবিতা”
ছবিঃ ফেসবুক
১৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক সুন্দর একরাশ ভালবাসা রইল কবি জি
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ কবিপ্রিয়। ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ক্লান্তি চোখে দুঃখ দুখে সুখি
তোমারই প্রান্তে আমি সুখি
সে সুখেই হোক আর দুখেই
আমি সুখি আমি সুখি দুঃখ
তোমাতেই নিয়েই হাজারো দুঃখ।
অতি চমৎকার একটি কাব্য দিলেন।
স্বপ্নীল মেঘ
সুন্দর মন্তব্য করার জন্য ভালোবাসা রইলো।
ধন্যবাদ। ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
অফুরন্ত ভালোবাসা রইল
শুভ ব্লগিং।
আরজু মুক্তা
সুখ দুখ আপেক্ষিক।
দুঃখ গুলো উড়িয়ে দিলাম, সুখ আসবে বলে।
আমি খুব আশাবাদী মানুষ। সহজে মুষড়ে পরিনা।
ভালো থাকুন। নিজের যত্ন নিন।
সাবিনা ইয়াসমিন
দুঃখ বিলাসী অন্তর পোড়ে না কোন দহনে, লেখা টি এমনই লাগলো। অসাধারণ হয়েছে কবিতাটি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
যার জীবন ভরা কষ্ট, আঘাতে তাকে বাইরের কোন আগুনের আঁচ ই স্পর্শ করতে পারে না। কবিতায় বিরহের বিমূর্ততা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এগিয়ে যান সাথেই আছি। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সকাল
স্বপ্নীল মেঘ
দুঃখেই বরং জীবন। সুখ তো ক্ষনিকের।
ভালো থাকুন। সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা রইলো বুবু। শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
আপনার কবিতা আমার মনের কথা বলে। এরকম ব্যাথা ব্যাথা সুখ নিয়ে চলতে ভালোই লাগে। চলতে পারাটাও একটা অহংবোধে পরে। কবিতা সুন্দর হয়েছে।
শুভ কামনা রইলো।
স্বপ্নীল মেঘ
আমার কবিতা স্বার্থক। হুম এরকম টাই ভালো লাগে!
ভালোবাসা রইলো বুবু। ভালো থাকুন।
হালিমা আক্তার
সুখ-দুঃখ জীবনের এপিঠ আর ওপিঠ। দুঃখ আছে বলেই সুখের অনুভুতি গুলো আমাদের কাছে খুব প্রিয়।আপনার প্রতিটা কবিতাই মুগ্ধতা ছড়িয়ে যায়। শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ বুবু সুন্দর মন্তব্যের জন্য। ভালোবাসা রইলো ভালো থাকুন।
হালিম নজরুল
দুঃখবিলাসী মানুষ অন্যের ক্ষতি করে না। তাই তাদের ভালোবাসি।
স্বপ্নীল মেঘ
ভালোবাসা থাকুক এ বন্ধনে ভাইপ্রিয়।💚