- টাপুর টুপুর পড়ে বৃষ্টি
- দেয়ার একটু ডাক,
- পুকুর ডোবাতে সদা চলে
- সোনা ব্যাঙের হাঁক।
- সোনা ব্যাঙ, কুনোব্যাঙ
- ব্যাঙের নানা জাত,
- লাফালাফি করে তারা
- ছোট্ট দু’টা হাত।
- দেয়ার ডাকে ময়ূর নাচে
- ঐ না ঘরের কোণে,
- গাছ পালা সব ভেঙে শেষ
- ঐ না গহিন বনে।
- বৃষ্টির পর রংধনুর সপ্ত রঙ
- আকাশ থেকে পড়ে,
- তা দেখার জন্য শিশুরা
- দীর্ঘ লাইন ধরে।
- বৃষ্টির পর প্রকৃতি আবার
- নতুন রুপে সাজে,
- নতুন মেঘের আগমনে ব্যাঙদের
- নতুন বাদ্য বাজে।
৬০৭জন
৫৭০জন
৬টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
বাহ! বাচ্চাকালের ছড়া পড়ার অনুভূতি পেলাম প্রিয় কবি।
কি সুন্দর শব্দ চয়ন আপনার আর ছন্দের মিল!
আরো লিখুন প্রিয়। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয়।
শুভকামনা রইল।।
আরজু মুক্তা
বৃষ্টি হলেই ছড়াও জমে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
ছোট বেলায় হারিয়ে গেলাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।