আমার সবকিছুই শূন্যেই ভাসে-
দেখে না প্রণয় ছড়া চোখ-
অসুখে বিসুখে হাসতে থাকে মুখ
তোমার নীলময় কাব্যিক শুধু
গদ্যময় উঠন- চাঁদেরও সলক নাই
কেমন হবে অন্ধকারে সুখ।
এমন সুখের পাগলা জগতময়
কে বা দেখে- কে বা ছোঁয়া পায়-
ভাবান্তর ভাবল কই! কথায় কথায়
শুন্যে দিকে হাঁটে যায় মন বাসনা
তবু পশু পাখির নেংটা হওয়া দেখে কয় জনা
এ যে প্রণয় ছড়া চোখের বন্দনা
সেই ভাবনায় ভেবে ভেবে আলমগীর কয়
জীবন নদে পেলাম দুখ, তুমি নিচ্ছো
টেনে টেনে যত কায়ার সুখ-
বলো কেমন হবে অন্ধকারে সুখ।
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ০২ জুন ২১
——————————-
৫৪৯জন
৪৭১জন
৭টি মন্তব্য
আরজু মুক্তা
অন্ধকার তো নিকষ কালো। তবে অন্ধকারি বুঝায় দেয় আলোর গভীরতা।
শুভ কামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থকাবেন—–
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভ কামনা ভাই
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থকাবেন—–
হালিম নজরুল
তবুও সুখ আসুক।
হালিমা আক্তার
অন্ধকার আছে বলেই আলোর মাঝে সুখ খুঁজে বেড়াই। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
সুখ দুঃখ মনের আপেক্ষিকতার উপর নির্ভর করে। কেউ আলোতেও কষ্ট পায় আবার কেউ অন্ধকারের মাঝে কাঙ্ক্ষিত সুখে সুখী হয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹