- নীল আকাশে মেঘমালা জমেছে
- নেই কো তার শেষ,
- অভিলাষ হল ঘুরে বেড়ায়
- নানান রঙের বেশ।
- টাপুর টুপুর পড়ে বৃষ্টি
- ঝুমঝুম তার রুপ,
- বজ্রের শব্দে লুকায় সবাই
- কেউ দেবে না ডুব।
- বৃষ্টির পর রংধনু রং ফ্যালে
- নীল দীঘির ঐ ধারে
- তরুলতা নব সাজে সজ্জিত হয়ে
- পথের ধারে ধারে।
- বৃষ্টি শেষে বর্ষাকালে নদে
- থৈথৈ করে জলে,
- কদম কেয়া ফুল ফোটে রে
- মৌসুমের ফলে।
-
৫০৬জন
৪৪১জন
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বর্ষাকালের বৃষ্টি প্রকৃতিকে নানারুপে সাজিয়ে দেয়। কখনো প্রশান্তি হয়ে, কখনো অশান্তি এনে জনজীবন বৈচিত্র্যময় করে দেয়।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।।।
শুভকামনা রইল।।।।।।
আরজু মুক্তা
বৃষ্টির পর রংধনু দেখতেই ভালো লাগে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য।।।
শুভকামনা রইল।।।।
হালিম নজরুল
প্রকৃষ্ট প্রয়াস।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয়………
স্বপ্নীল মেঘ
শব্দের বুনন যেনো জামদানী শাড়ির মতোন। মিহি মায়ায় জড়ানো।
মন ছুঁয়ে গেলো। এগিয়ে যান কবি। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব মন্তব্য করেছেন।।।
শুভকামনা রইল।।।।।।
হালিমা আক্তার
প্রকৃতির অপরূপ চিত্র।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল………….