- আমি এজন্য খুব মৃত্যুকে ভয় করি
- কারণ আমি খুব কাছে থেকে একটি মৃত্যু দেখেছি।
- যে মৃত্যু মহাখালী ফ্লাইওভারের নিচে,
- এক ছোট্ট বুভুক্ষা পথশিশু খাদ্য নিয়ে দৌড়েতে
- অকস্মাৎ ট্রেনের তলে পড়ে আপাদমস্তক ছিন্নভিন্ন।
- পরক্ষণেই শুনতে পেলাম খাদ্য তার না, তার বাবার জন্য
- হাসপাতালের জরুরি বিভাগের নাকি তার বাবা কিডনি রোগী
- পথশিশুটির ছিন্নভিন্ন কায়া ট্রাফিক পুলিশ কফিনে
- তুলতে না তুলতে এলে বাবার মৃত্যুর বার্তা।
- চারদিকে শিশুটির স্বজনের করুন আহাজারিতে মুখর
- এত লোক দেখে পরে মনে হল
- শিশুটি পথশিশু নয়, সম্ভান্ত্র বংশীয় হবে ।
- বাবার চিকিৎসার জন্য সব শেষ
- বাবার শেষ অভিলাষ অনুযায়ী খাদ্যের সন্ধান।
- রাস্তার পাশ দিয়ে আমজনতার দীর্ঘলাইন
- সকলের আঁখি অশ্রু গঙ্গায় পরিণত হয়েছে।
- এমন একটি ফুটফুটে শিশুর অকাল মৃত্যু
- আমার মনে মৃত্যুর দাগ কেটেছে, আমিও তো তার চেয়ে বড়
- তাই মৃত্যুর কথা আমাকে সতত ভাবায়।
৬২৮জন
৫৪৯জন
৮টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
প্রতিটি শব্দের বুনন অসম্ভব সুন্দর।
মন ছুঁয়ে যায়। আরো লিখুন। শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল….
আরজু মুক্তা
মৃত্যু টাই সত্যি।এড়ানো কঠিন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিম নজরুল
হৃদয় নড়ে উঠল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের সকলেরই বাস। মৃত্যু খুব করুন। তবু তাকে এড়িয়ে যাবার পথ নাই। ভালো লাগলো কবিতাটি। শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল