একটা হাসি সবাই হাসতে চায়:
কিন্তু মুখমণ্ডল আকাশ তারায়
উজ্জ্বল নয় কারণ সে কবিতার
প্রণয় বুঝে না, কাব্যিক ভাবনাও
নাই, শুধু শুধু মৃন্ময় মৃত প্রায়- জেগে
তুল হাসির বাহানা মধ্যদুপুর।
আমি রোজ রোজ হাসতে চাই-
হাসতে- হাসতে বার বার টয়লেটে
যেতে হয়েছে। এ খবর জানল শুধু
জল ভরা বদনা; চাঁদের বেদনা
সেতো বৃষ্টির পিচল রাস্তা-
করতে কেউ বারন হাসির খাস্তা!
তবুও হাসিটা হয়ে যাক নাস্তা,
রাতের সস্তা বউ- অতঃপর বয়ে আসুক
একটা হাসির মধ্যদুপুর।
১০ জ্যৈষ্ঠ ১৪২৮,২৪ মে ২১
—————————–
৭৫৮জন
৬৯২জন
৮টি মন্তব্য
আরজু মুক্তা
হাসি হাসি রাশি রাশি।
এখন কেমন আছেন?
আলমগীর সরকার লিটন
জ্বি মুক্তা আপু একটু ভাল আছি আপনি কেমন আছেন
আরজু মুক্তা
আলহামদুলিল্লাহ। ভালো আছি
স্বপ্নীল মেঘ
হাসি থাকুক গোটা দিনভর।
হাসি থাকুক সমস্ত প্রহর।
ভালো লাগলো। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি স্বপ্লীল এই কাম্যই আমি হাসি
ভাল ও সুস্থ থাকবেন——
সাবিনা ইয়াসমিন
সকল দুঃখ-ব্যাথা-ব্যাধি দূর করা যায় একটুখানি হাসিতেই। হাসি মানুষকে প্রানবন্ত রাখে।
ভালো থাকুন, হাসি বজায় থাকুক।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি সাবিনা আপু এই কাম্যই আমি হাসি
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
হাসি হাসব না তো কি, হাসির বায়না করেছি। প্রাণবন্ত হাসিতে খুশিতে ভরে উঠুক বসুন্ধরা। শুভ কামনা।