মা আমার মা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ মে ২০২১, শুক্রবার, ১২:৩৮:১০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. পৃথিবীর সবচেয়ে মমতাময়ী নারী,
  2. সেই হলে মা,
  3. সন্তানের কোনো আপদ এলে তার
  4. অন্তরে লাগে ঘা।
সুখের সাথী দুঃখের সাথী
মা তার নাম,
এই বসুমতীতে তার সমতুল্য
নেই কারো দাম ।
নিজে বুভুক্ষা থেকে যে
খাওয়ায় সন্তানে,
বুঝতে দেয় না কাউরে
আছে সে কেমনে।
মায়ের অন্তর আছে সন্তানের জন্য
অসংখ্য অগণিত  মায়া,
পিতৃহীন হলে মা সন্তানের দেয়
পিতৃরূপের ছায়া।
রচনাকালঃ
০১/০৪/২০২১

৪৪৪জন ৩৭৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ