- ওগো প্রেয়সী,
- দীর্ঘ প্রতীক্ষার পর আজ জানতে পারলাম,
- তুমি নাকি অন্যের ঘরের ঘরণী হয়েছ।
- তোমাকে এক পলক দেখবার মনে অভিলাষ হয়েছে,
- তোমায় তো পারব না দেখতে ,
- বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে এই চিঠি খানা,
- আমি তোমাকে লিখছি, সত্যি তোমাকে লিখছি,
- প্রেয়সী, জানি তুমি আছ ভালো,
- তোমার সম্বন্ধে জানতে বড় অভিলাষ হয়।
- আমার সম্বন্ধে,তোমার জানতে অভিলাষ হয় না বুঝি।
- আমি কেমন আছি, কি করছি।
- ও তুমি তো আমার সম্বন্ধে জানবে কেন?
- আমার স্থান তো আজ অন্যের দখলে।
- তুমি কি আজও তাকে সাথে নিয়ে পার্কে যাও,
- এবং মিষ্টি হেসে কথা কও,
- একটু দেরিতে গেলে আজও কি তোমার মান অভিমান হয়,
- জানতে বড় অভিলাষ হয়,
- তবে আমার তো জানার কোনো অধিকার নেই।
- তবুও তা আমার জানতে বড় অভিলাষ হয়।
- রচনাকালঃ
- ২৮/০৪/২০২১
৯৩১জন
৮২৭জন
৪টি মন্তব্য
হালিমা আক্তার
হয়তো অভিমান হয়, হয়তো হয়না। তবু প্রেয়সি কেমন আছে জানতে ইচ্ছে করে। ভালো লাগলো কবিতাটি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।
সুন্দর মন্তব্য।
আরজু মুক্তা
প্রতীক্ষিত চিঠি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা।।।