হে বিভো, কেমনে স্থাপিলা
শূন্যে সুধাকর আর সবিতারে,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
অদৃশ্য সমীরে যা অনুভাবিত,
জিজ্ঞাসা আমার।
হে বিভো,কেমনে স্থাপিলা,
এ নিথর মানব দেহে প্রাণ,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
ঐ জোনাকির দেহে আলো,
জিজ্ঞাসা আমার ।
হে বিভো, কেমনে স্থাপিলা
স্তম্ভবেদি হীনা এই বসুমতী,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
ফুল সৌরভ ও ফলের স্বাদ,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
এই মেদিনীতে শূচি শুদ্ধ চাতকের,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
সুধাকরের মিষ্টি মধুর আলো,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
সবিতারে এত প্রখর রৌদ্র,
জিজ্ঞাসা আমার।
হে বিভো, কেমনে স্থাপিলা
দিনের আলো আর আন্ধারে,
জিজ্ঞাসা আমার।
রচনাকালঃ
২২/০৪/২০২১
৬৮০জন
৫৪৫জন
৬টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
হে বিভো, কেমনে স্থাপিলা
এই মেদিনীতে শূচি শুদ্ধ চাতকের,
জিজ্ঞাসা আমার।
.
একি জিজ্ঞাসা রেখে গেলাম!
সবি তাঁর লীলাখেলা।
.
ভালো প্রকাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
আরজু মুক্তা
সব আল্লাহর ইচ্ছা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম সব তার ইচ্ছে।
শুভকামনা রইল
হালিমা আক্তার
সমস্ত জিজ্ঞাসার উত্তর একজনের কাছে আছে। শুভেচ্ছা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল