কতদিন দেখি না

আশরাফুল হক মহিন ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৪:১১:১৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

খুব ইচ্ছে হচ্ছে ,
স্বপ্ন পাখিকে একবার দেখতে !
খুব ইচ্ছে হচ্ছে ,
স্বপ্ন পাখির সাথে একবার কথা বলতে ।

 

জানিনা,স্বপ্নপাখি এখন কোথায় আছে !
জানিনা,সে এখন কোন বনে বাস করে ।

 

বহুদিন হয়ে গেল স্বপ্ন পাখিকে দেখিনা,
আমারও তো মন পোড়ে স্বপ্ন পাখির জন্য,
স্বপ্নপাখি কি আমার জন্য একবারও ভাবে?
খুব ইচ্ছে হচ্ছে একবার জানতে!

 

নীরবে প্রতি রাতে আমি ভাবি তার কথা,
বার বার মনে আসে একটি কথাই
সে বলেছিল কখনো ভুলে যাবেনা!

 

আজ, সময় আমার সাথে বেঈমানী করেছে
সময়ের সাথে কথা গুলোও আজ হারিয়ে গেছে
নীল দরিয়ার গভীরে ।

 

আচ্ছা,সে কি আমায় সত্যি ভুলে গেছে?
নাকি আমার জন্য মধ্য রাতে নীরবে কাঁদে!

 

খুব মনে পড়ছে স্বপ্নপাখির কথা,
যদি এবার দেখতে পেতাম!

৮৬০জন ৭৮৪জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ