কেউ অনলাইনে নেই!
হে মোর শুভাকাঙ্ক্ষী,
যদি পার তো ক্ষমা কর,
নইলে তোমার স্মৃতির ডায়েরির ভগ্ন পৃষ্ঠায় বন্দী করে রেখে,
তাহলে কোনো ক্ষমা চাইব না।
যদি আমায় ক্ষমা না কর,
তাহলে আমি মনে করব আমায় তুমি আজন্ম মনে রাখতে চাও,
তার জন্য আর দ্বিতীয় বার ক্ষমা চাইব না।
রচনাকালঃ
১০/০৪/২০২১
৪টি মন্তব্য
আরজু মুক্তা
ক্ষমাই মহৎ গুণ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
আজন্ম মনে রাখাই শ্রেয় | অপূর্ব রচনা |
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল মন্তব্য পেয়ে।
শুভকামনা রইল