
আমার কোন ফিরে আসার গল্প নেই
আমার সব চলে যাওয়ার গল্প।
বুকের গভীরে বাবুই এর নীড়ের মতো
পরম মমতায় বাসা বাঁধি,
তারপর অবিনাশী ঝড়ে সে বাসা ভেঙ্গে যায়,
উড়ে যায় দামাল দস্যুর মতো।
আমার কোন কাছের মানুষের গল্প নেই,
যে মানুষটার সাথে রাত জেগে
টুকটুক করে গল্প করবো
আমার তেমন কোন মানুষ নেই।
আমার কোন বন্ধু নেই
হারিয়ে গেলে খুঁজে ফিরবে।
বন্ধুর কাছে উজার করে গল্প বলতে পারি না
আমার পৃথিবীটা ভীষণ ছোট
বড্ড সাদামাটা,
এই পৃথিবীতে আমার একটা জলভরা আকাশ আছে,
কিছু মিথ্যে প্রতিশ্রুতিতে আমার আকাশ কাঁদে,
আমি রাতের পর রাত শব্দ বুননের খেলা খেলি
আমার পৃথিবীতে আমি এদের নিয়েই বেঁচে থাকি।
২২টি মন্তব্য
আরজু মুক্তা
আপনাকে স্বাগতম সোনেলায়। নিয়মিত লিখুন। মন্তব্যের জবাব দিন। এবং অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
রুমানা পারভিন রনি
ধন্যবাদ আপু
আরজু মুক্তা
সব চলে যাওয়া চলে যাওয়া নয়। নিজের পৃথিবীতে নিজেকে খুঁজে পেলেই তখন অন্যদের খুঁজে পাওয়া যায়।
চমৎকার শব্দবুননে দারুণ একটা কবিতা। কুব ভালো লাগলো।
আরজু মুক্তা
★খুব
রুমানা পারভিন রনি
ভালোবাসা অফুরান
জিসান শা ইকরাম
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
না থাকার কথা কবিতার মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন,
কিছু নেই, এই উপলব্দিই আমাদের থাকে না।
নিয়মিত লিখুন এবং অন্যদের লেখা পড়ুন।
শুভ কামনা, শুভ ব্লগিং
রুমানা পারভিন রনি
ধন্যবাদ জানবেন
ইঞ্জা
প্রথমেই জানাই স্বাগতম সোনেলার উঠোনে।
এই পৃথিবীতে আমার একটা জলভরা আকাশ আছে,
কিছু মিথ্যে প্রতিশ্রুতিতে আমার আকাশ কাঁদে,
আমি রাতের পর রাত শব্দ বুননের খেলা খেলি
আমার পৃথিবীতে আমি এদের নিয়েই বেঁচে থাকি।
কবিতা নিয়ে বেশি কিছু বলতে পারিনা বলে সত্যি দুঃখিত।
ভালো লাগা রইলো।
রুমানা পারভিন রনি
ধন্যবাদ
ইঞ্জা
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় আপনার পথ চলা মসৃণ, সুন্দর হোক। সুস্বাগতম আপনাকে আমাদের আঙ্গিনায়। সবার গল্প সুখকর হয়না, কারো কারো জলভরা আকাশ এভাবেই কাঁদে মিথ্যে প্রতিশ্রুতি তে। চমৎকার কবিতা। নিয়মিত লিখুন আর অন্যদের টা ও পড়ুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
রুমানা পারভিন রনি
কৃতজ্ঞতা জানবেন
তৌহিদ
সোনেলায় স্বাগতম আপু। আসলে প্রত্যেক মানুষের নিজস্ব একটা আকাশ থাকে আর সে আকাশে নিজেই পাখি হয়ে উড়েবেড়ায় মুক্ত ডানায় ভর করে। আমরা কেউই তার বাইরে নই।
শুভকামনা রইলো।
রুমানা পারভিন রনি
কৃতজ্ঞতা জানবেন
রেজওয়ানা কবির
স্বাগতম সোনেলার উঠোনে। নিজের জগতে নিজেকে খুঁজা কঠিন ব্যাপার। তবুও নিজের জগতে নিজেকেই খুজতে থাকি, ভালো থাকি সবাই। শুভকামনা।
রুমানা পারভিন রনি
কৃতজ্ঞতা জানবেন
সাবিনা ইয়াসমিন
সব গল্প পুর্ণতা দিয়ে শেষ হয় না, কিছু গল্প অসমাপ্ত হয়ে থাকে। তবে অসমাপ্ত গল্প গুলো অপাঠ্য থাকে না। কিছু নেই, একটা আকাশতো আছে! নিজের!!
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রুমানা পারভিন রনি
সতত কৃতজ্ঞতা জানাই
রোকসানা খন্দকার রুকু
অপূর্ণতাগুলোই তো নিজের। ওগুলো নিয়ে বসবাসও চরম সুখের তখনি হয় যখন নিজেকে ভালোবাসা যায়। তাই নিজের দুক্খ ভরা আকাশটাকে সাথে নিয়েই ভালো থাকি।
সুন্দর কবিতা। সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন এবং অন্যদের পোষ্টেও মন্তব্য দিন। শুভ কামনা।
রুমানা পারভিন রনি
অসংখ্য ধন্যবাদ আপু
পপি তালুকদার
সোনেলা উঠানে স্বাগতম আপনাকে।সুন্দর কবিতা।
লেখা কে বন্ধু করেন তার কাছে বলে যান মনের সব না বলা কথা। ভালো লাগবে।
শুভকামনা ও শুভেচ্ছা রইল নিরন্তর।
ভালো থাকুন সবসময়।
রুমানা পারভিন রনি
আভালোবাসা জানবেন