সমব্যাথা অন্বেষণে মুখজাত লালা ঝরে,
এ যেন জিভ নয় ক্ষুধাতুর দু’টি চোখ—
একটাই চাওয়া;তোমার আয়ুতে প্রিয়া আমার আয়ু সংযোজন হোক।
অনাদরে বিরোধী সন্ধির গান শিখে যে ভুবন চিল,
সে জানতো না—
হাইড্রোলিক প্রেম আর শৃঙ্গার রসের মাঝে কথায় আর চালচলনে এতোটা মিল!
উইপোকা আড়ম্বরপূর্ণ প্রবাহনামায় কোরেছে তিতা গন্ধ-সব কবুল,
সক্কল সকাল উপেক্ষা কোরে নৈকট্য-অভিবাদনে ভক্তের মন আজ প্রেমে মশগুল।
তুমি অতি সন্ধ্যায় বাড়ি ফিরলে মুখ শুকিয়ে আনে শাঁখের করাত;
হতাশা আর পীড়া প্রতিহত ঠেকানে তোমাকেই মেনেছি—
সবল শ্লোক কিংবা কৃতকার্য আয়াত।
৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ভাই চমৎকার লিখেছো। শ্লোক আর আয়াত মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই মানুষের জন্য কল্যাণকর। এখন থেকে নিয়মিত লিখবে, অন্যদের লেখায় ও মন্তব্য করবে। ভালো থেকো সুস্থ থেকো
কান্ত রায়
ধন্যবাদ দিদিভাই 🖤
পপি তালুকদার
প্রিয়ার আয়ুতে আয়ু সংযোজনের নিবেদন বেশ স্পর্শকাতর বিষয়।
দারুণ কবিতা। শুভকামনা জানাই।
ভালো থাকুন।
কান্ত রায়
কৃতজ্ঞতা জানবেন প্রিয় 🖤