- হে নারী,
- অদ্য আর তোমাদের ঘরে বসে বসে
- শুধু সন্তান লালনের দিন নয়,
- পুরুষশাসিত সমাজে পুরুষের সাথে
- কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দিন।
- হে নারী,
- সেই যুগে পুরুষকে যেমন ইন্ধন যোগায়েছ
- অদ্যও তোমার ইন্ধন দেয়া প্রয়োজন।
- তোমার ইন্ধন বিহীন পুরুষের কাজ অসমাপ্ত।
- হে নারী,
- এই ধরার যত বড় জয় অভিযান
- তোমাদের কারণে পুরুষ হয়েছে মহীয়ন,
- তোমারে বিহীন পুরুষের নহে কাম্য পৃথিবী।
- হে নারী,
- তোমার আয়তলোচন শুভদৃষ্টি ভঙ্গিই
- একমাত্র পাল্টে দিতে সমাজের চিরায়ত প্রথাকে।
- তোমার হাতের স্পর্শে শস্য শ্যামল প্রকৃতি
- আরও নির্মূলতা ফিরে পায়।
- রচনাকালঃ
- ১০/০৩/২০২১
৭৬৫জন
৭০৮জন
৪টি মন্তব্য
আরজু মুক্তা
নারী শুধু কর্মে নয়। পাশাপাশি সবার উৎসাহ দাতাও বটে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
নারী শত প্রেরণার উৎস। নারীকে নিয়ে কবিতা সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল