
দু-গালে টাটিয়ে দু-চড়,
তারপর –
চুপচাপ নিরব দর্শক
যে যার কাজে লাগাম আঁটে।
সার্কাস শেষে,
জুয়াড়ি আপাতত কর্মশূন্য।
দু’ফোটা চোখের জল সম্বল,
শুষে নেয় রাস্তার ধূলোকণা আর
মাথার উপর টাঙানো বায়বীয় আয়না।
টোকাই হেঁটে যায় যেতে হবে তার,
রুটিটা নিতে পারেনি..
শেষ চেষ্টায় হেরেছে আবার।
ঘরে বসে আছে উৎসুক কিছু চোখ..
কিছুটা খাবার গলায় নামুক।
বারবার ফিরে আসে খালি সে হাতে…
বৃত্তের পথধরে পুরনো বিন্দুতে।
জলের তো সব একই দাম..
হোক জমজম হোক নোনা ঘাম।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার! আপনার লেখা যতই পড়ছি মুগ্ধ হচ্ছি। কথাগুলো যেন চপেটাঘাত করলো শরীর, মনে। জমজমের পানি আর ঘামের পানির দাম এক। দারুন! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। শুভ রাত্রি
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আসলে আমরা শুধু মানুষের নিয়ম ভঙ্গ করার ব্যাপারটাই দেখি কিন্তু কেন নিয়ম ভঙ্গ করলো মানুষটি সেটা খোঁজ করার সময় আমাদের নেই।
ভালোবাসা জানিবেন।
পপি তালুকদার
দারুণ! খুব নিখুঁত ভাবে টোকাই এ-র জীবনের বাস্তব অবস্থা তুলে এনেছেন,পাঠে মুগ্ধ হলাম।
শুভকামনা জানাই মনে থেকে।
শুভ রাত্রি
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
নির্মম এবং সচিত্র বাস্তব! সুন্দর লিখেছেন। আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
★ শিরোনাম এবং লেখকের নাম আলাদা দেয়ার দরকার নেই। পোস্টের শুরুতেই এগুলো দেয়া থাকে।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানিবেন।
শিরোনাম এবং লেখকের নাম আলাদা করে দিবো না। আমার ব্যাপারটা জানা ছিলো না।
উপকৃত হলাম তথ্যটি পেয়ে।
শুভ রাত্রি।
ফয়জুল মহী
গভীর অনুভূতির অসাধারণ প্রকাশ।
পাঠে অপার মুগ্ধতা।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ সুন্দর করে টোকাই জীবন তুলে ধরলেন। একরাশ মুগ্ধতা রেখে গেলাম। শুভ কামনা রইল।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আপনার মন্তব্য আমাকে আরো লিখতে উৎসাহিত করে।
ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।
নার্গিস রশিদ
টোকাই দের নিয়ে কবিতা টিতে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তাদের দুখ গাঁথা । শুভ কামনা ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সতত ভালোবাসা জানিবেন সুহৃদ।
ভালো থাকবেন।
শুভ রাত্রি।
আরজু মুক্তা
রুটি যদি চুরি করে খেতে হয়। তাহলে বোঝা উচিত আমাদের দেশটা কোথায় আছে? টোকাই কেনো চুরি করতে গেলো, তা না বুঝে দিলাম চড়। অথচ কতো খাবার আমরা ফেলে দেই।
অনুভূতিতে আঘাত করে ভালোই করছেন। কলম বলুক কথা।
শুভ কামনা
মনিরুজ্জামান অনিক
দেশ আছে দেশের যায়গায় শুধু আমরা পাল্টে গেছি।
মুখে মানবতার ফেনা তুলি অথচ বাস্তবিক অর্থে এর ধারেকাছেও নেই আমরা।
ভালোবাসা জানিবেন।
শুভ দুপুর।
ভালো থাকবেন।