মানব সভ্যতার অগ্রগতির মূলে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তি ছাড়া যে মানব জীবন অচল৷ কিন্তু কেনই বা শুধু মানব জাতীই বিজ্ঞান প্রযুক্তিতে অবদান রেখে চলছে, অন্য প্রাণীরা কেন নয়?
মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে এত এগিয়ে গিয়েছে, কিন্তু অন্য প্রাণীদের পক্ষে তা সম্ভব হয়নি, তার মূল কারণ “বুদ্ধিমত্তা”। বুদ্ধিমত্তায় মানুষ অন্য যেকোন প্রাণীর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। বুদ্ধিমত্তা না থাকলে, জ্ঞানের সুউচ্চ স্তরে পৌঁছানো মানুষের পক্ষে অসম্ভব ছিল।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই বুদ্ধিমত্তা, আর কেনই বা মানুষ এত বুদ্ধিমান?
এটা আধুনিক যুগের অন্যতম বৈজ্ঞানিক প্রশ্ন। মানুষ যে বুদ্ধিমত্তাকে ব্যবহার করে অনেক জটিল সমস্যার সমাধান করে ফেলে, মানুষ এখন সেই বুদ্ধিমত্তা সম্পর্কেই জানার চেষ্টা করছে।
মানুষ বুদ্ধিমত্তাকে জানার জন্য অনেক গবেষণা করেছে এবং করছে। বুদ্ধিমত্তার ধারক মস্তিষ্ক নিয়ে গবেষণা হচ্ছে শত বছর ধরে। মস্তিষ্ক সম্পর্কে জানলে, বুদ্ধিমত্তা সম্পর্কে জানা যাবে অনেক কিছু।
কিন্তু বুদ্ধিমত্তাকে ব্যাখ্যা করা বা বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে পারা খুব একটা সহজ কাজ নয়। বুদ্ধিমত্তা কি আর কিভাবে তা কাজ করে, সেটা মানুষের কাছে অনেক রহস্যের।
যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মানুষ অনেক এগিয়েছে। কিন্তু প্রকৃতিকভাবে প্রাপ্ত বুদ্ধিমত্তার ধারে কাছে যাওয়া সম্ভব হয়নি।
প্রতিবুনন তত্ত্ব হলো একটা নতুন ধারণা যার মাধ্যমে বুদ্ধিমত্তা সম্পর্কে অনেক কিছু জানা যাবে।
প্রতিবুনন তত্ত্বের বিষয়বস্তু অনেক বিস্তৃত। এর মূল ধারণা নিয়ে রচিত হয়েছে ” বুদ্ধিমত্তার ব্যাখ্যায় প্রতিবুনন তত্ত্ব অথবা প্রতিবুনন তত্ত্বের প্রাথমিক ধারণা “।
এই বইটি থেকে প্রতিবুনন তত্ত্বের মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
৮টি মন্তব্য
পপি তালুকদার
বুদ্ধিমত্তা মানুষ কে সৃষ্টির সেরা করেছে এটা তো জানতাম।
আচ্ছা বইটির লেখক কে?
হালিমা আক্তার
প্রতিবুনন কী জানতে ইচ্ছে করছে |
সাবিনা ইয়াসমিন
জগতে বুদ্ধিমান প্রাণীর সংখ্যা অনেক তবে শুধুমাত্র মানুষই তার বুদ্ধিমত্তাকে শতভাগ কাজে লাগানোর যোগ্যতা অর্জন করেছে। মানুষ নিজের প্রয়োজনে সবকিছু তৈরি করে নেয়, বিজ্ঞানের উদ্ভাবন হয়েছে মানুষের দ্বারাই। ভালো লিখেছেন, আরেকটু বিস্তারিত লিখলে লেখাটির মুল বক্তব্য বুঝতে সহজ হতো। যেমন, লেখাটি পড়ে আমি বুঝতে পারিনি আপনি আসলে প্রতিবুনন নিয়ে লিখেছেন নাকি প্রতিবুনন সম্পর্কিত বইটি নিয়ে।
সোনেলা ব্লগে আপনি স্বাগত। নিয়মিত লিখুন। প্রোফাইলে একটি ছবি যোগ করুন সাথে আপনার নাম বাংলা অক্ষরে লিখে দিন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আমি ও সাবিনার সাথে একমত, শিরোনাম দেখে খুব আগ্রহ নিয়ে পড়লাম কিন্তু ঠিক তৃপ্ত হতে পারলামনা। মানুষ সৃষ্টি সেরা জীব বুদ্ধিমত্তার জন্য এটি মোটামুটি জানা আছে। শিরোনামের সাথে প্রাসঙ্গিক আলোচনা করবেন আশা করছি পরবর্তীতে।
শুভেচ্ছা এবং স্বাগতম সোনেলায়।
রোকসানা খন্দকার রুকু
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম। লেখা ভালো হয়েছে। আরও লিখুন! শুভ কামনা।
আরজু মুক্তা
বইটি কার লেখা?
আর সোনেলায় স্বাগতম।
সুপর্ণা ফাল্গুনী
লেখাটি পরিপূর্ণ ভাবে বোঝা গেল না। বিষয়টি অবশ্যই দারুন ছিল কিন্তু কি বোঝাতে চাইলেন সেটাই বিস্তারিত জানালেন না। আগামীতে বিষয়টি নিয়ে বিস্তারিত লিখবেন আশা করছি। সোনেলার আঙ্গিনায় স্বাগতম ও অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। নিয়মিত লিখুন
শামীনুল হক হীরা
অপূর্ব।।।বেশ দারুণ।।শুভকামনা রইল।।