- কবে শুনেছি সেই কোকিলের গান
- আজও মন পড়ে সেই দিনের কথা,
- ভাবতে গেলে মনে জাগে আমার
- ওগো প্রেয়সী,
- সত্যি দারুন বিরহ ব্যথা।
- সেই কবে বয়েছে দখিনা বাতাস
- খুলেছে গেছে দরজা,
- পত্রবিহীন বৃক্ষের শাখায়,
- পুষ্পের বিরহের কষ্ট,
- আজও আমার প্রাণে দোল খায়।
- রচনাকালঃ
- ১৪/০২/২০২১
৪১৯জন
৩৫৯জন
৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রেয়সী আছো কোথায়? দূর অজানায় দূর সীমানায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
আচ্ছা, তাহলে মনেও বসন্ত দরকার। আসুক তবে!
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত