কেউ অনলাইনে নেই!
বাংলাকে রাষ্ট্র ভাষা করার জন্য যারা,
দিয়ে গেল প্রাণ,
আজ সেই প্রাণ গুলো ইতিহাসের পাতায়
স্মৃতিপটে অম্লান।
নির্ভীক ছিলেন তারা
পিছনে হাঁটেনি,
বাংলার দামাল ছেলেরা সামনে ছিল
তাই ভয় করেনি।
মায়ের মুখের ভাষার জন্য
ছেলের প্রাণ করল দান,
এই ইতিহাস জগৎ জুড়ে
হয়েছে অম্লান।
রচনাকালঃ
১০/০২/২০২১
৬টি মন্তব্য
আরজু মুক্তা
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা।
সবকাজেই এর প্রচলন থাক
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
স্মৃতি সতত অম্লান।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
পপি তালুকদার
ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের ঋণ কখনো শোধ করা যাবেনা।সর্বদা শ্রদ্ধা তাদের জন্য।
শুভকামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
শুভকামনা রইল সতত