কেউ অনলাইনে নেই!
বিষাদ বেদনায় ভরপুর ফাগুন
প্রকৃতিকে নিঃস্ব করে দেয়,
ফাগুনের আগুন হাওয়ায়
ঝরে পড়ে সকল বৃক্ষের পাতা
প্রকৃতিতে ফিরে আসে রিক্ততা।
ফাগুন যে বেদনা বিধুর মাস
ফাগুন আগমনে মা আর বোনের নয়নে
অশ্রুর বারিধারা হয় বহমান,
রফিক শফিক সালাম জব্বার বরকত আর কত নাম।
ভাষার জন্য লড়লো ওরা
বিষাক্ত হায়েনার বিরুদ্ধে,
হায়েনা ছিল শক্তিশালী বলব কি আর।
বিষাক্ত হায়েনা কবল থেকে
রক্ষা করল ভাষা,
যে ভাষাতে বাঙালি মিটায় তাদের মনের সকল আশা।
সংশপ্তকের মতো হাসতে হাসতে ভাষার জন্য
রফিক শফিক সালাম জব্বার বরকতেরা জীবন করল দান
তার জন্য রক্ষা পেয়ে বাংলার ভাষার মান।
ফাগুন প্রকৃতিতে এলে মনে পড়ে যায়
রফিক শফিক সালাম জব্বার বরকতদের কথা
প্রকৃতির রিক্ততা ফিরে আসে ফাগুনের শেষে
গাছে গাছে গজায় সজীব অজীব নতুন পাতা
বাংলার রিক্ততা পূরণ হবে কিসে
এ রিক্ততা পূরণ হবার নয়।
তাদের স্মৃতি রক্ষার বাঙালি
গড়েছে শহিদ মিনার
ইট পাথর দিয়ে তৈরি স্তম্ভ বেদি
যা বাংলার ইতিহাসে আজ স্মৃতিপটে অম্লান
তোমাদের কারণে রয়েছে শহিদ
বাঙালির বাংলা ভাষার মান।
রচনাকালঃ
০১/১২/২০১৯
৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অমর শহীদদের নিয়ে অপূর্ব কবিতা। ভালো লাগা — যে ভাষাতে বাঙালি মিটায় তাদের মনের সকল আশা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা অনেক শুভেচ্ছা রইল কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
সকল শহীদদের প্রতি থাকলো সশ্রদ্ধ ছালাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল