-
নিজের স্ত্রীকে দিয়ে উমর
করায়ছ দায়ের কাজ
তার জন্য তুমি উমর
পাওনি কভু লাজ।
আমজনতার নিয়েছ খবর
গভীর রাতে ঘুরে
কার আছে কিসে অভাব
দিয়েছ তা পুরে।
প্রহরীবিহীন সম্রাট উমর
চলছে উষ্ট্রের পিঠে চড়ি
একমাত্র ভৃত্য তােমার চলে
উষ্ট্রের রশি ধরি।
ভৃত্য চড়ে উষ্ট্রের পিঠে
উমর ধরে রশি
সম অধিকার দিয়ে চলে
দৃপ্ত পায়ে গগনের শশী।
সদা তোমার বলিষ্ঠ কন্ঠ
কাফেররা পেতে ভয়
কাবা সম্মুখে পড়িল নামাজ
রাসূলে মান সমুন্নত রয়।
৬০০জন
৪৪২জন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনার প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক
তার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল
খাদিজাতুল কুবরা
ইসলামের ইতিহাসে হযরত ওমর (রাঃ) ছিলেন ন্যায়ের একচ্ছত্র অধিপতি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
ফয়জুল মহী
চমৎকার ঊপস্হাপন।
ভীষণ ভালো লাগলো আমার 💜
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
হযরত উমর একজন ন্যায় প্রতিষ্ঠার জলন্ত্ব উদাহরণ। ইসলামের শাসনের অন্যতম কান্ডারী।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আমীন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
আরজু মুক্তা
তাঁর মতো সবাই হোক। আমিন
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমিন।
শুভকামনা রইল