যদি বলি পৃথিবীতে আর কোনদিন কোন বিপ্লব সুগঠিত হবে না, স্লোগানে আর কোনদিন রাজপথ মুখরিত হবে না। দ্রোহের বিপরীতে বিলাপের সুর ভেসে আসবে না। ন্যায়ের জন্য আমরা আর কখনো লড়বো না।
তুমি কি বিলীন হয়ে যাবে ? নিঃশেষের দিকে হারিয়ে যাবে ?
প্রিয়তমা আমার !
তুমি স্বয়ং নিজেই যখন একটি অনন্য বিপ্লবের গতিধারা। পুষ্পিতার ন্যায় সমন্বিত হয়ে আছো সামগ্রিক পদচিহ্নে। যখন মার্ক্সীয় নন্দনতত্ত্ব তোমায় পদধূলি দেয়, নত হতে থাকে আরাধনার সমস্ত যুক্তি ও দর্শনতত্ত্ব। যেখানে মলিন হয়ে যায় রবীন্দ্রনাথ আর জীবনানন্দের প্রেম। সেখানে তুমি বরং আমাদের আন্দোলিত ভাবনায় এক মহান আলোড়িত সৃষ্টির মহিমা।
————***————–
৮টি মন্তব্য
ফয়জুল মহী
সুনিপুণ লেখনশৈলী
মুগ্ধতা অন্তহীন।
সাফায়েতুল ইসলাম
আপনার পড়ার আগ্রহ দেখে আমি রীতিমত মুগ্ধ, এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
ভালো লাগলো॥
শুভ কামনা।
সাফায়েতুল ইসলাম
আপনার জন্যও অসংখ্য শুভ কামনা রইলো। যেখানেই থাকুন ভালো ও সুস্থ থাকুন।
আরজু মুক্তা
প্রেমের সাথে সাথে বিদ্রোহ ও থাকে।
শুভকামনা
সাফায়েতুল ইসলাম
প্রেম সুধু রাবীন্দ্রিক ঘরনার নয়, খানিকটা নজরুলের দিকে ঝুকে আছে। পৃথিবীর সকল যুগল প্রেম বিদ্রোহী হয়ে উঠুক।
সুপর্ণা ফাল্গুনী
প্রেমে বিদ্রোহ ছিল , থাকবে। খুব ভালো লাগলো কবিতা। প্রথম অংশটা দারুন ছিল। ভালো থাকুন সুস্থ থাকুন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা
সাফায়েতুল ইসলাম
খুব ভালো পাঠকদের প্রতি আমার গভীর আন্তরিকতা বরাবরের মত একটু বেশী কাজ করে। এতো মন দিয়ে লেখাটি পড়ার জন্য আপনার প্রতি রইলো অকৃত্রিম মোবারকবাদ।