
আমরা মুসলামান দাবী করি কিন্তু আল্লাহর উপর বিচারের ভরসা করতে পারিনা🤔🤔🤔
আমরা হিন্দু কিন্তু ভগবানের উপর আস্হা রাখতে পারছিনা 🤔🤔🤔
আমরা বিশ্বাস করি যিশু, বৌদ্ধ, বা অন্যান্য ধর্মের দেবদেবীর কিন্তু তাদের হাতে ক্ষমতাটা অর্পণ করার সাহস রাখতে পারিনা 🤔🤔🤔
আমরা কোরআন পড়ি
আমরা গীতা পাঠ করি
আমরা ত্রিপিটক পাঠ করি
আমরা বাইবেল সহ সমস্ত ধর্মের ধর্মীয় পাঠ্যপুস্তক পাঠ করি, কিন্তু গন্ত্রের ভিতরের উপদেশগুলা মানতে রাজি নই আফসোস।
আজ হোক কাল হোক,
এই সমাজটা উগ্ররা শাসন করবে।
কোথাও খ্রিস্টান উগ্র নেতা শাসন করবে।
কোথাও মুসলিম উগ্র নেতা শাসন করবে।
কোথাও হিন্দু উগ্র নেতা শাসন করবে।
এভাবে বৌদ্ধ বা অন্যান্য ধর্ম…
সবার যুক্তি আর উক্তিই শক্তিশালী, সবাই যিশু, আল্লাহ আর ভগমানকে আর তাঁর আদর্শকে বাঁচাতে অস্ত্র হাতে নিতে চায়। এটা তাদের ইমানী দায়িত্ব। কেউ ই বিচারটা যিশু, ভগবান আর আল্লাহ এর উপর ছেড়ে দেয়ার ভরসা রাখে না। বিচারটা সৃষ্টিকর্তাকে করতে না দিয়ে নিজেরায় করতে চায়।
এই ঘটনায় যারা উল্লাস করছে তারায় আবার ভারতে গো মাংস নিয়ে মানুষ হত্যায় প্রতিবাদ করেছিল। আবার ভারতে গোমাংস নিয়ে মানুষ হত্যায় চুপ ছিল, তারা আবার এখন খুব করে প্রতিবাদ করছে।
মানবিক বিশ্বাসগুলো সেখানে ঠুনকো হয়ে গিয়ে ধর্মকে অতীব আঁকড়ে ধরবে, আর চাতুর রাজনীতিবিদ যাদের নিজের কোন আদর্শ নাই। তারা ধর্মের আদর্শকে আঁকড়ে ধরে, ধর্মের কথা বলে শাসন করবে।
যেভাবে জান্নাতের লোভ দেখিয়ে মাসের পর মাস একজন হুজুর ধর্ষন করবে, সেভাবে স্বর্গ নরক দেখিয়ে হিন্দু পুরোহিত তার ভক্তকে ধর্ষন করবে।
এই সমাজকে আর বাঁচানো যাবে না, এই সমাজটা একদিন উগ্রদের দখলে যাবে। তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবেনা ।
৫টি মন্তব্য
মোঃ খুরশীদ আলম
অপরাধ ও অপরাধের নেপথ্য কারণ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা আবশ্যক। সেটা প্রত্যেক অপরাধের বেলায়। দুঃখজনক হলো জনবান্ধব, নির্মোহ প্রশাসন আমরা কখনো প্রতিষ্ঠিত করতে সক্ষম হইনি। এই ব্যর্থতা আমাদের প্রত্যেকের স্ব স্ব স্থান থেকে কমবেশি রয়ে গেছে। আমরা কেউ এর দায় অস্বীকার করতে পারিনা। আমারই অযোগ্য লোকদেরকে ক্ষমতায় বসাই আমার ন্যায় বিচার কামনা করি।
ভিকটিম উক্ত স্থানে কেন গিয়েছিল তা আজো অজানা। কোন কোন সোর্স থেকে জানছি ভিকটিম পুলিশ পরিচয় দিয়েছে, কোন কোন সোর্স বলছে স্কুল শিক্ষক ছিল। এই ব্লগ সহ আরো অন্যান্য ব্লগেও এই হত্যাকান্ডের বিষয়ে কয়েকটি লেখা পড়েছি। সবাই হত্যাকাণ্ডের বিচার দাবী করেছ্নে। তা ভাল কিন্তু ভদ্রলোক সেখানে কেন গেলেন, কেন বাড়াবাড়ি করলেন, কেন তাকে মসজিদে গিয়ে তল্লাশী চালানোর দরকার হলো, তিনি কি তল্লাশী চালাতে পারেন, তিনি কি প্রশাসনের কোন লোক, তার কাছে কি কোন সার্চ ওয়ারেন্ট ছিল ইত্যাদি প্রশ্নগুলোর বিশ্লেষণ কারো লেখায় আসেনি যদিও সেটার দরকার ছিল সবার আগে। আধা আধা বর্ণনার চেয়ে বিস্তারিত বর্ণনা অনেক ভাল নয় কি?
মোঃ তোফাজ্জল হোসাইন
আপনার সাথে আমি সহমত পোষণ করছি। কিন্তু তারো আগে তাকে পিটিয়ে মেরে ফেলাকে আমি সমর্থন করতে পারিনা। অতি উতসাহী হয়ে কাউকে মারার মত ঘঠনা আমার ধর্মে অবশ্যই সমর্থন করেনা।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ আমরা এখন উগ্রতাকেই বেছে নিচ্ছি, দিন দিন উগ্রবাদী হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে সহনশীলতার বড্ড অভাব । কোন ধর্ম গ্রন্থেই বলেনি আইন নিজের হাতে তুলে নিতে, স্বর্গ-নরকের বিচার করতে। খুব ভালো লাগলো আপনার লেখা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
সত্যই আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভাবতে পারছি না
আরজু মুক্তা
নিজ নিজ ধর্মের কথাগুলো মেনে চললে এমন হওয়ার কথা না