
সম্পর্ক কিংবা প্রতিশ্রুতির পথেকখনও সীমানা এঁকে দিতে নাইঅদৃশ্য মায়ার লাগাম দিতে হয়অতিক্রম করলেই কেউমন হবে; কোথায় যেন টান লাগে!
স্বপ্ন নাকি শকুনের মতো খায়;
কথার কাঁটায় গেঁথেশুকনো ঠোঁটে ছিঁড়েমানুষও তো এমন করে- যায়!
যতবার আমরা সঙ্গহীন হতে সঙ্গ ছেড়ে আসিততবার একটা শব্দ জিম্মি করে-“ভালোবাসি”
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ! অনবদ্য কাব্যের প্রকাশ
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
ছেড়ে গেলেই বোঝা যা মূল্য।
প্রথমটা বেশি ভালো লেগেছে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
দিপালী
সব গুলোই ভাল লেগেছে। শেষেরটা একটু বেশি। ভাল থাকবেন নিরন্তর।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
খাদিজাতুল কুবরা
সব ছেড়ে চলে এলেই কি আসা হয়!
ভালোবাসা মায়া এসব মানব সহজাত চাইলেই শেষ হয়না।
চমৎকার অনুকাব্য লিখেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
লাগাম দিয়ে কী আর মায়াকে আটকানো যায়!
যতোবার আটকাতে তাই ততোবারই আরো বেশি মায়ায় জড়িয়ে যাই।
তিনটিই ভালো লেগেছে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
প্রস্থান টা খুব বেশি অনবদ্য হয়েছে। তারপর দায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নাজমুল হুদা
আপু ধন্যবাদ। আপনাকেও শারদীয় শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
অসাধারণ! এত চমৎকার লেখায় খুব বেশি কিছু বলা যায় না। আরও লেখা চাই।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
আপু ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
দায় কিসেরই বা থাকে বাধঁঅন যখন ছিড়বেই? তারপরও থেকে যায় দায়! কিছুই করার নায় অনুভূতি ছন্নছাড়া।
প্রস্থান ঃ সময়ের টানে সময়ের প্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় প্রস্থান ঘটে ঘটবেও তাই কথার মালায় হোক আর কাটার মালায় হোক হবে।
ইচ্ছরে মায়া! জ্বালায় জ্বলবি। যতই ছন্নছাড়া হয় ওটা থাকবেই। সময়ে অসময়ে ওহ! ঊহ ! আসবেই। আসুক।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
ছোট ছোট কিন্তু আঁচড় কাটছে মনের গভীরে।
শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সবসময় 😍
সুপায়ন বড়ুয়া
দায় প্রস্তান মায়া
জীবন মুখি ছায়া
লিখলেন ভাল
সমাজের দয়া।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময় 😍
শামীম চৌধুরী
যতবার আমরা সঙ্গহীন হতে সঙ্গ ছেড়ে আসি
ততবার একটা শব্দ জিম্মি করে-“ভালোবাসি”
চিরন্তর সত্য বাক্য।
নাজমুল হুদা
ভাইয়া ধন্যবাদ 😍।
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
চমৎকার কবিতা পড়লাম। ছোট হলেও ভাবগাম্ভীর্য অনেক গভীর।
শুভকামনা ভাই।
নাজমুল হুদা
ভাইয়া ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।❤
হালিম নজরুল
মায়াটা বেশি ভাল লাগল।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় 😍
সঞ্জয় মালাকার
স্বপ্ন নাকি শকুনের মতো খায়;
.
কথার কাঁটায় গেঁথে
শুকনো ঠোঁটে ছিঁড়ে
মানুষও তো এমন করে- যায়!
অসাধারণ লেখা দাদা,
শারদীয় শুভেচ্ছা ও শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা। শারদীয় শুভেচ্ছা ❤
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সমাপনী পূজোর শুভেচ্ছা রইলো দাদা।
উর্বশী
বাহ! অল্প লেখায় বাজিমাৎ। সুন্দর প্রকাশ করেছেন।দারুন ভাল লাগা। আরও লেখা পড়ার অপেক্ষায় । ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
নাজমুল হুদা
আপু, অনেক ধন্যবাদ। আল্লাহ চাইলে লেখালেখি চলবে। এসব অপেক্ষা আমাকে আরো অনুপ্রাণিত করে।
ভালো থাকবেন সবসময় 😍