জন্ম আল্লাহ করেছ মায়ের গর্ভে, মায়ের কোলেই যেন দিও স্থান। বাবার ছায়ায় মায়ের আদর জন্ম থেকেই পায়, তাহা যেন পরকালেও পায়। মহান আল্লাহপাক সেই তৌফিক দিন।
মা তোমার বন্ধন আমি না আমার বন্ধন তুমি। দুখ কষ্টে তোমার ছায়া মেলে চোখের পাতায়।
তোমার বর্তমানে অভাব বুঝিনি এখন শুন্য হৃদয় শুন্য বাতাসেও তোমার গন্ধ পায়না। কিন্তু সৃতির পটে চক্ষু আড়ালেও তোমার অনুভুতি জাগান দেয় কষ্টে জড়ানো মনে।
জানিনা কেন আমি তোমার ভাবির কোলে মাথা হেলান করে তোমার অনুভুতি পায়। মা মাগো মামিও আমাকে তার বুকে ধারণ করে তোমার অভাবে পুরণ না করতে পারলেও আমি তোমারি মত তার বুকে মাথা রেখে তোমার আদর পায়। মা মাগো তুমি কেমন আছ? দয়াল দয়ালু আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমার জন্মদাত্রী মা ও জন্মদাতা বাবাকে শাস্তি না দিয়ে তোমাকে আর আমার বাবাকে যেন অন্ধকার কবরকে ফুল বাগিচা বানিয়ে রাখে। স্বর্গীয় সজ্জায় যেন তোমরা ঠাই পাও যখনি নামাজ আদায় করি তখনি সেই দোয়া করি।
মা ও আব্বু জানিনা আমি তোমাদের কাছে কতটুকু সদ্য ব্যাবহার করেছি! জানিনা কতটুকু তোমাদের আদেশ পালন করেছি। ভুলক্রটি ক্ষমা করে দিয়ো মহান আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়।
মা তোমাকে দিলাম বিদায় ইহকালে তুমি গ্রামে যাও আমি আগামীসপ্তাহে বাড়ি যাব। মা মাগো এই বিদায় চির বিদায় কল্পনাতেও আসেনি। কিন্তু মহান আল্লাহপাক সেটাই হইত আমার ও তোমার শেষ বিদায় করে দিয়েছিল দুনিয়ায়।
তোমাকে খুজি, তোমার মত কাউকে পথে প্রান্তরে দেখলেই কষ্টের পাহাড়, মনের গহীনে অজান্তেই মোচড় দিয়ে উঠে। মা শব্দ উচ্চারিত।
কতভাবি কত চিন্তা করি মা তুমি আমাকে ছেড়ে এভাবেই চলে গেলে! কিন্তু তোমার দেখা নাহি পায়।
মা হাজার বার, হাজার কোটিবার ডাকলেও আসবেনা, চক্ষু খুলবেনা। মা তুমি থাকবে সৃতিতে, মায়াতে তোমার আদর মাখা স্নেহতে।
দু’ হাতের ছোয়াতে।
ধরায় মা এখন আছে যার, করুন সেবা, নায় যার আমার মতো বাবামার জন্য নামাজ অন্তে দুহাত উঠায়ে দুয়া করি মহান সৃষ্টিকর্তা দুইজগতের শ্রষ্টা আল্লাহর দরবারে। যার রহমত যার সৃষ্টিতে আমরা এই পৃথিবীর সৌন্দর্য অবলোকন এর স্বাদ পেয়েছি।
ছবিটি সোনেলার ব্লগার মাসুদ ভাইয়ের স্কেচ।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
স্কেচ টা দারুন হয়েছে ধন্যবাদ মাসুদ ভাইয়াকে। মা-কে নিয়ে চমৎকার একটি লেখা উপহার দিলেন। প্রতিটি অনুভূতি হৃদয় আন্দোলিত করলো। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো অহর্নিশি
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মাসুদ ভাইয়ের এই স্কেচ নিয়া এর পুর্বে আমি একটি লিখা লিখেছি।
আপনার প্রতিও শুভেচ্ছা আপু। আসলেই মা বাবা প্রিথিবীর শ্রেষ্ঠ আদর ও ছায়া।
সাবিনা ইয়াসমিন
বাবা মায়ের স্থান কেউ পুরণ করতে পারে না। যার হারায় সেই বোঝে মা বাবা কি ছিলো। তাই প্রতিটি সন্তানের উচিৎ জীবিতকালে মা বাবার যত্ন নেয়া। বাবা মা বেঁচে থাকাকালীন যদি সন্তান তাদের যত্ন না নেয় তাহলে তাদের মৃত্যুর পরে হাজারো শোক করলেও আত্মতুষ্টি মিলবে না। ভালো থাকুন আমাদের বাবা মা, আমাদের ছায়া হয়ে। যাদের মা বাবা গত হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।
ভালো থাকুন মজিবর ভাইজান। শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আসলে আপু মা আমার নিকট ৪/৫ মাস ছিল। যেদিন গেল সেইদিনই ব্রেন স্ট্রকঙ্করে পরের দিন মারা যায়। ভুলা খুব কঠিন।
সাবিনা ইয়াসমিন
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমীন।
মোঃ মজিবর রহমান
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা।আমীন ।
ইসিয়াক
চমৎকার পোস্ট ,আসলে বাবা মায়ের স্থান কেউ নিতে পারে না। আর মায়ের তো কোন তুলনাই হয় না। সিব মায়েরা ভালো থাকুক। এপারে এবং ওপারে। দোয়া রইলো।
ছবিটাও সুন্দর।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ ইসিয়াক ভাই সব মায়েরা ভাল থাকুক। রাব্বির হাম হুম্মা কামা ্রাব্বি ইয়ানি সাগিরা।
আলমগীর সরকার লিটন
মায়ের প্রতি অনেকে দোয়া ও শ্রদ্ধা জানাই
মোঃ মজিবর রহমান
হ্যাঁ সকল ,মা বা ভাল থাকুক।
আরজু মুক্তা
মা চলে গেলে বোঝা যায়, কি হারালাম!!
সব মায়েরা ভালো
আরজু মুক্তা
থাক। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা।
মোঃ মজিবর রহমান
রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা। আল্লাহ বাবামাকে ভালো রেখ।
আরজু মুক্তা
আমিন
শামীম চৌধুরী
মা’কে নিয়ে বন্দনা। দারুন লাগলো।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ শামীম ভাই।
সুপায়ন বড়ুয়া
সুন্দর বিষয় নিয়ে লিখলেন।
ভালো থাকুন সবার বাবা মা, আমাদের ছায়া হয়ে।
যাদের মা বাবা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি।
মোঃ মজিবর রহমান
সব বাবামার আত্বার শান্তি কামনা করি।
সামশুল মাওলা হৃদয়
এটা পড়ে হৃদয় ভেতরটা নাড়া দিলো।খুব ছোট থাকতে মাকে হারিয়েছি। মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। মহান আল্লাহ পাকে ডাকে মাকে সাড়া দিতে হয়েছে। মহান আল্লাহ রববুল আলামিন কাছে সব সময় প্রার্থনা করে বেহেশতের সবোচ্চ স্থান যেনো আমার মাকে দেয়।এবং পৃথিবী যত মা বেচে আছে তাদের কে যেনো সন্তানরা সঠিক মতে খেদমত করতে পারে।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মহান, আল্লাহ সকল মানুষকে ভালো রাখার মালিক। আল্লাহ সবার প্রতি সদয় হও। আমীন।
তৌহিদ
মা ছাড়া পৃথিবী অন্ধকার! যার মা নাই সেই বোঝে মা হারানোর কষ্ট। ভালো থাকুক সকল মায়েরা।
শুভকামনা রইলো ভাই।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মহান, আল্লাহ সকল মানুষকে ভালো রাখার মালিক। আল্লাহ সবার প্রতি সদয় হও। আমীন।