অসুন্দর পংতিমালা

মোঃ মজিবর রহমান ৩ অক্টোবর ২০২০, শনিবার, ১০:০২:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

১। নায় বিরাম

খুদাযুক্ত পেট

জ্বলন্ত জ্বালা।

 

২।চলছি ঘামছি

রোদ্র ক্লান্ত পথিক

স্বাসটুকু অতিকষ্টে ধিরে।

 

৩।যায় যায় সময়

যায় বয়ে বয়স

বাড়িতেছে দেনা ধরায়।

৪।ফুটিল ফুল

মোহিত মন বাগিচায়

ভ্রমর গান গাহিয়া যায়।

ছবি ব্লগ থেকেই গৃহিত।

৯৬১জন ৯৩৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ