মৃত্যু বন্দনা

রোকন রিপন ২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ০২:২০:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

মৃত্যু বন্দনা

 

  1. মৃত্যু শুধুমাত্র গভীর বেদনাদায়ক একটা শব্দ নয়। এর ব্যাপ্তি প্রিয়জনের বোধ কে প্রচন্ড একটা ঝাঁকুনি দিয়ে যায়। দৃশ্যত মৃত্যু কুৎসিত মহাপ্রয়াণ হিসেবে প্রতীয়মান। মৃত্যুর বিভৎস দংশনের ভয়ে ভীত, কখনও বা আতংকিত এ মহাবিশ্বের তথাকথিত বুদ্ধিমান প্রাণীরা। খুব ছোটবেলা থেকেই মৃত্যুকে ভীতিকর ভাবে দেখানো হয়ে থাকে। জন্ম যেমন সুন্দর হয়তো  মৃত্যুও তেমনি সিগ্ধ, তেমনি সুন্দর। মৃত্যু সম্পর্কে আমাদের সচেতনতার বড় অভাব। মৃত্যুই একমাত্র সুনির্দিষ্ট তকদির যা প্রতিটি নফসকে অবশ্যই বরণ করতে হবে।
৬৯৮জন ৫৭১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ