মৃত্যু শুধুমাত্র গভীর বেদনাদায়ক একটা শব্দ নয়। এর ব্যাপ্তি প্রিয়জনের বোধ কে প্রচন্ড একটা ঝাঁকুনি দিয়ে যায়। দৃশ্যত মৃত্যু কুৎসিত মহাপ্রয়াণ হিসেবে প্রতীয়মান। মৃত্যুর বিভৎস দংশনের ভয়ে ভীত, কখনও বা আতংকিত এ মহাবিশ্বের তথাকথিত বুদ্ধিমান প্রাণীরা। খুব ছোটবেলা থেকেই মৃত্যুকে ভীতিকর ভাবে দেখানো হয়ে থাকে। জন্ম যেমন সুন্দর হয়তো মৃত্যুও তেমনি সিগ্ধ, তেমনি সুন্দর। মৃত্যু সম্পর্কে আমাদের সচেতনতার বড় অভাব। মৃত্যুই একমাত্র সুনির্দিষ্ট তকদির যা প্রতিটি নফসকে অবশ্যই বরণ করতে হবে।
সত্যিই মৃত্যুকে সুন্দর স্বাভাবিক ভাবে নিতে পারাই পরম সত্যি। কিন্তু ইহজগতে আমাদের প্রয়জনে অপ্রয়োজনে যে পাপাজার করি তা থেকেই ভীতির সঞ্চার হয়। তাই আমরা সবাই সবার প্রতি সদয় ব্যাবহার করি। এটা আশা করি।
স্বাগতম সোনেলায়,
আজ সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী। এমন দিনে মৃত্যুকে নিয়ে পোষ্ট! মৃত্যু অবধারিত, একে উপেক্ষা করার উপায় নেই।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
প্রফাইলে একটি ছবি যুক্ত করুন, দেখতে ভালো লাগবে।
সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা নিন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই। আসলে সোনেলায় আমি নতুন , নতুন ব্লগিংয়েও। এই প্রথম ফেসবুকের বাইরে কোথাও আমি লিখলাম । আজকে যে সোনেলার জন্মদিন জানা ছিল না । প্রফাইলে যুক্ত করতে পারছি না । সোনেলার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।
ব্লগিং এ আপনি নুতন তা বুঝতে পেরেছি। লেখার বিষয়বস্তু বেশ ভালো ছিল। আর একটু বিস্তারিত লিখলেই হবে।
সবার সাথে মিলে মিশে থাকলে এখানেও আপনার ভালো লাগবে আশাকরি।
মোবাইলে নেট চালালে দেখুন নীচে আছে ‘ স্বাগতম রোকন রিপন।’ ওখানে প্রফাইল হালনাগাদ এ ক্লিক করে আপনার ছবি যুক্ত করুন। না পারলে আবার জানান।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। মৃত্যু বন্দনা সুন্দর লিখেছেন।ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
রোকন রিপন
অসংখ্য ধন্যবাদ সুপর্ণা ফাল্গুনী আপু । ব্লগিংয়ে আমি একেবারেই নতুন । আপনাদের সহযোগিতা কামনা করছি। শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
মৃত্যুর বন্দনার মধ্যে জানাই হাজার শুভ জন্মদিন সোনেলা
সবকিছুরি শেষ আছে শেষটা কি ভাবে হবে কেউ জানি না কিন্তু মনে মনে রাগতে হবে আমি একদিন শেষ হবো
রোকন রিপন
ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই । সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
সত্যিই মৃত্যুকে সুন্দর স্বাভাবিক ভাবে নিতে পারাই পরম সত্যি। কিন্তু ইহজগতে আমাদের প্রয়জনে অপ্রয়োজনে যে পাপাজার করি তা থেকেই ভীতির সঞ্চার হয়। তাই আমরা সবাই সবার প্রতি সদয় ব্যাবহার করি। এটা আশা করি।
রোকন রিপন
ধন্যবাদ ভাই। সুন্দর বলেছেন।
মোঃ মজিবর রহমান
ভালি থাকুন আরো লিখুন ও পড়ুন ভাই। শুভব্লগিং
ফয়জুল মহী
কোমল হাতের পরশ। হৃদয় ছোঁয়া লিখনী
রোকন রিপন
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
মৃত্যুরর কথা যদি মানুষ স্মরণ করতো, তাহলে খারাপ কাজ করতোনা।
ভালো লিখেছেন।
রোকন রিপন
ধন্যবাদ আপু
রেজওয়ানা কবির
মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে একদিন নিতেই হবে এটাই নিয়তি।সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক,এই কামনা।
রোকন রিপন
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপু ।
হালিম নজরুল
ভাল লাগল মৃত্যু নিয়ে লেখাটি
রোকন রিপন
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়,
আজ সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী। এমন দিনে মৃত্যুকে নিয়ে পোষ্ট! মৃত্যু অবধারিত, একে উপেক্ষা করার উপায় নেই।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
প্রফাইলে একটি ছবি যুক্ত করুন, দেখতে ভালো লাগবে।
সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা নিন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
রোকন রিপন
ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই। আসলে সোনেলায় আমি নতুন , নতুন ব্লগিংয়েও। এই প্রথম ফেসবুকের বাইরে কোথাও আমি লিখলাম । আজকে যে সোনেলার জন্মদিন জানা ছিল না । প্রফাইলে যুক্ত করতে পারছি না । সোনেলার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।
জিসান শা ইকরাম
ব্লগিং এ আপনি নুতন তা বুঝতে পেরেছি। লেখার বিষয়বস্তু বেশ ভালো ছিল। আর একটু বিস্তারিত লিখলেই হবে।
সবার সাথে মিলে মিশে থাকলে এখানেও আপনার ভালো লাগবে আশাকরি।
মোবাইলে নেট চালালে দেখুন নীচে আছে ‘ স্বাগতম রোকন রিপন।’ ওখানে প্রফাইল হালনাগাদ এ ক্লিক করে আপনার ছবি যুক্ত করুন। না পারলে আবার জানান।