মানুষ মরণশীল। জন্মিলে মরিতে হবে-  এ অমোঘ সত্য জাতি-ধর্ম-নির্বিশেষে সকলেই একবাক্যে স্বীকার করেন। মহান আল্লাহ বলেন , “ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” মানুষসহ যে কোন প্রাণী মৃত্যু বরণ করে। জন্ম হতে মৃত্যু অবধি মানুষের জীবন বিভিন্ন বর্ণিল কাজের সমাহারে সমাদৃত থাকে। সে মানুষ মহান ও চীরঞ্জীব যার কৃর্তী মানুষের কল্যানে সাধিত হয়।  মানুষের মৃত্যুকে মানুষ মনে রাখে, স্মরণ করে মানুষের কৃর্তী। তাই বলা হয়ে থাকে কৃর্তীমানের মৃত্যু নেই।

মানুষ সৃষ্টির মহান রহস্য আল্লাহপাক প্রকাশ করেছেন এভাবে, “ নিশ্চয় আমি মানুষ এবং জ্বীন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের উদ্দেশ্যে।” সুতরাং যে মানুষ মহান আল্লার এবাদতকে তার একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় তিনিই সেই মহান আল্লাহর দিদার লাভের সর্বাধিক হক্বদার।

নবী রাসুলগণের আগমণের ধারাবাহিকতার পরিসমাপ্তীতে ওলী-আওলিয়া তথা নবিগণের ওয়ারিশ তথা আলেমসমাজের আগমণ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। অন্ধকার হতে আলোর পথে পথহারা যাত্রীদের সঠিক পথ দেখানের যে নব্যুওয়াতি দায়িত্ব তা মহান আল্লাহ তার কিছু খাছ খাছ বান্দাদের দ্বারা আদায় করে নিবেন কেয়ামত পর্যন্ত। এমনি একজন আল্লাহওয়ালা অন্ধকার হতে আলোর পথে ডাকনেওয়ালা, দ্বীনের একনিষ্ঠ খাদেম হযরত মাওঃ আল্লামা আহমদ শফি (রহ.), পরিচালক- মঈনুল ইসলাম হাটহাজারি আরবি বিশ্ববিদ্যালয় । যতদিন আল্লার হুকুম ছিল ততদিন ছিলেন, আবার মহান আল্লাহর হুকুমে তার মেহমান হয়ে গত শুক্রবার আমাদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। দেশে ও বিদেশে লক্ষ লক্ষ আলেম ওলামার উস্তাদ ও হক্বের রাহবার এই মানুষটি আজীবন দ্বীনের খেদমত করে গেছেন। দিনভর হাদিসের দরস আর তালিম ব্যস্ত থেকে রাতভর মহান প্রভুর দরবারে রোনাজারি করা এই মানুষটি সারাজীবন ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে ইসলামের স্বার্থে যে কাজ করেছেন তা নজির বিহীন।  আমি তার বিয়োগ ব্যাথায় শোক জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে কায়মোনবাক্যে প্রার্থনা করি সকল জ্ঞান পিপাসুদের যেন তিনি শোক কাটিয়ে উঠার তাওফিক দেন। যে ক্ষতি হয়ে গেল তা হয়তো কখনো পূরণ হবার নয়। আল্লাহ হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তার কবরবে রাসুল স. এর নূরে নূরান্বিত করে দিন। তার সকল ছোট-বড় ভুলত্রুটি ক্ষমা করে দিন। আমিন ।

 

১১২৮জন ৯৬৮জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ