
ক্ষীণকণ্ঠে নয়,
ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি তেজস্বীরুপে ।
হৃদয়ের ডাকবাক্সে পেয়েছি প্রেমানুভূতির এক দীর্ঘ পত্র!
চক্ষু বুজে সন্ধান পেয়েছি অসুপ্ত এক প্রেম-কাব্যের
ক্ষৌণি -প্রাচীর ।
দেহের সকল অঙ্গকে উপেক্ষা করে ভালোবাসা অনুভব করেছি-
শুধুমাত্র হৃদপিণ্ডের কম্পিত বিন্দুতে ।
ক্লান্ত অপরাহ্নে বটমূলের প্রশান্তির ছায়ায় রচিত
উপন্যাসের পাণ্ডুলিপি যেন তুমি ।
আবেগের প্ররোচনায় সুবিন্যস্ত বাস্তবতার তীরে ভাঙন!
ষোল মাত্রার ত্রিতালের অস্থির দাম্ভিকতায় বইছে
ভালোবাসার উজ্জীবিত তরী!
অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে আমি নির্লজ্জ ।
বারংবার অকুণ্ঠিতচিত্তে উচ্চারণ করি –
” ভালোবাসি তোমায় , ভালোবাসি!
আর ভালোবাসি তোমায় ।
অনুভূতির তেজ্বসী প্রকাশেই যেন পরিপূর্ণতা।
এটুকুই যেন জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ।
ছবি গুগল ইমেজ থেকে।
১৭.০১.২০২০
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তেজদিপ্ত কন্ঠে স্বগর্বে বলি ভালবাসি তোমায়
হৃদয়ের অন্তে সকল অস্থিতে গুঞ্জন ভালবাসি তোমায়
উপন্যাস পান্ডলিপি গর্জিত কন্ঠে ডাকে তোমায়
ভালবাসি ভালবাসি ভালবাসি তোমায়।
গর্জিত হোক আবেদন ভালবাসি।
নাদিরা ইসলাম নাইস
ধন্যবাদ নিরন্তর।
ফয়জুল মহী
মন ছুঁয়ে গেলো। চমৎকার লিখেছেন I
নাদিরা ইসলাম নাইস
অনেক অনেক ধন্যবাদ এবংকৃতজ্ঞতা।
নাদিরা ইসলাম নাইস
অনেক অনেক ধন্যবাদ এবংকৃতজ্ঞতা।
রেজওয়ানা কবির
ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ।শেষের লাইনগুলো বেশী সুন্দর।শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
শব্দের সুনিপুণ সজ্জায় কবিতা পড়ে বিমোহিত হলাম। অনুভূতির তেজস্বী প্রকাশের মাঝেই থাকে আত্মতুষ্টি।
দারুণ লিখেছেন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
ক্ষীণকণ্ঠে নয় তেজস্বীরুপে ভালোবাসা সরব উপস্থিতি জানান দেয়।
ভালোবাসার অসম্ভব ক্ষমতা। যা আর কিছুতে নেই।
সুন্দর লিখেছেন লিখেছেন।
অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
ভালো লিখেছেন। শুভকামনা
আলমগীর সরকার লিটন
ভালবাসা এরকমী হয় কবি আপু অনেক শুভ কামনা জানাই
সুপর্ণা ফাল্গুনী
হৃৎপিণ্ড আর শেষে তেজস্বী বানানটা ভুল হয়ে গেছে আপু। শব্দবুনন আর কাব্যে দারুন একটি কবিতা পড়লাম। অনেক ভালো লাগলো। আরো লিখুন এমন কবিতা। ভালোবাসা অঙ্গে নয় মনে, আত্নায় স্পর্শ জাগায়। তেজস্বী কন্ঠে উচ্চারণ করুন ভালোবাসার কথা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরত
সামশুল মাওলা হৃদয়
নীবন কবি, সুন্দর প্রকাশিত😍😍
শামীম চৌধুরী
অনুভূতি প্রকাশে যে তৃপ্তি আসে সেটাই বড়।
ভাল লিখেছেন।