
দেশের সবই আছে নেই শুধু ঘন প্রেম!
কিছু মানুষ ভালবাসা বুঝাচ্ছে কিন্তু বিড়ালটা
মানচ্ছে না ইলিশটা তেলে ভাসচ্ছে ঠিক
কিন্তু প্রেম হচ্ছে না গাঢ়- তবুও মিছিলে
শ্লোগানে রেডিও, টিভি চ্যানেল, বাতাস
প্রেমিকে সবই আছে; আমি কিছুই খুঁজে পাচ্ছি না!
আমাকে অসুখ বলচ্ছে আমি কি অসুখ?
কোথায় আম কাঁঠাল বুঝতেছে না কেনো
অতঃপর বলচ্ছে তবুও সবই আছে- সবই আছে।
২৭ ভাদ্র ১৪২৬, ১২ সেপ্টেম্বর ২০
————————————
১২টি মন্তব্য
কামাল উদ্দিন
বঝাচ্ছে, ভাসচ্ছে, বলচ্ছে এমন কেন লিটন ভাই, এমনিতেই কবিতাকে জটিল মনে হয়, এখানে তো দেখছি জটিলতা কেবলই বেরেচ্ছে 🙂
আলমগীর সরকার লিটন
একটা নিজস্বতা করেছি কামাল দা বুঝতে কষ্ট হয়েছে ভিষণ লজ্জিত
শামীম চৌধুরী
বিড়াল ইলিশ মাছ মানুষ ভালোবাসা সবই যেন একে সঙ্গে অপরের ভালবাসা।
দারুন লিখেছেন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় শামীম দা
অনুপ্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুপায়ন বড়ুয়া
সবই আছে অথচ কি যেন নাই
যেটা আমার অতৃপ্ত বাসনা।
আপনার জন্য শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় সুপায়ন দা
অনুপ্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
অনুপ্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিম নজরুল
সুন্দর অনুভূতি।
কয়েকটি বানান ঠিক করে নিলে আরও ভাল হবে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় নজরুল দা সংশোধন করেছি
অনুপ্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
আরজু মুক্তা
রেডিও, প্রেমিক, আমি কি অসুস্থ হবে?
এগুলো ঠিক করেন
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু সংশোধন করেছি
অনুপ্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–