‘সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের’- এটাই সম্পর্কের মূলমন্ত্র হওয়া উচিত তাতে করে মানুষ আজ অধঃপতনে যেতো না । অনেক দিন পর আপনার একটা সহজ লেখা পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।****
বিনাশ হয় মানুষের লাইনটি কানে বাজছে।
দারুন প্রকাশ।
শুভ কামনা রইলো।
১৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আরো কয়েকবার পড়তে হবে।
অসুস্থ মগজে এত কঠিন লেখা ঢুকছে না 🙁
এত শক্ত করে কিভাবে লেখো?
নাজমুল হুদা
আপু, আপনার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি সবসময়।
আর যদি কবিতা সম্পর্কে বলতে হয়-
আমি খুব সহজ করে বলি, কিছুটা আড়াল করে।
ধন্যবাদ আপু 😍
সাবিনা ইয়াসমিন
ভালো থেকো সারাক্ষন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
‘সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের’- এটাই সম্পর্কের মূলমন্ত্র হওয়া উচিত তাতে করে মানুষ আজ অধঃপতনে যেতো না । অনেক দিন পর আপনার একটা সহজ লেখা পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নাজমুল হুদা
আপু, আমি সবসময় সহজ করে বলতে চাই, কিছুটা আড়াল করে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনিও ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আমরা গোপন অনুভূতিগুলোর স্মৃতিচারণা করে সুখানুভূতি লাভ করতে পছন্দ করি। মানুষ মাত্রেই তাই।
ভালো থেকে ভাই।
নাজমুল হুদা
হ্যাঁ, ভাইয়া।
আমরা সৌন্দর্যের বেড়াজালে নিজেকে আটকে রাখি। এটাই প্রকৃতির নিয়ম।
আপনিও ভালো থাকবেন সবসময় 😍
ফয়জুল মহী
সৃষ্টিশীল লেখনী ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। সুস্থ থাকুন সবসময়।
আরজু মুক্তা
শেষ লাইনটাই চুম্বক।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু।
শেষ লাইনটা চুম্বক হলেও, উপরে উপমা বেষ্টিত ঘটনাকে সমর্থন করে চলতেই হয়।
সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত।
আলমগীর সরকার লিটন
সম্পর্কের আরেক নাম স্মৃতি স্মৃতি না থাকলে কোন সম্পর্ক থাকবে না———————-
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
উর্বশী
কিছু অনুভূতি মানব সম্পদে পরিণত হয়।সেগুলো পাওয়ায় আসেনা কখনও, তবুও সেই অনুভূতির সুখ ছোঁয়া টুকু খুজে বেড়াই ঠিক ই। সম্পর্কের উপখ্যানে স্মৃতিরুপে দেখা দেয়।শেষের লাইন টি বাজিমাৎ করেছেন।ভাল লাগলো। শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
রোকসানা খন্দকার রুকু
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।****
বিনাশ হয় মানুষের লাইনটি কানে বাজছে।
দারুন প্রকাশ।
শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
অজস্র ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সবসময়