
যে আমার পাঁচ ওয়াক্ত নামাজের-
সবকটি মোনাজাতে থাকে!
যার ভালো থাকা আমায় সবচেয়ে বেশি হাসায়,
যার মন্দ থাকা আমায় সবচেয়ে বেশি ভাবায় কাঁদায়,
তাকে সবচেয়ে বেশি আমারই অভিযোগের-
আঘাতে জর্জরিত হয় জেনে স্তম্ভিত আমি!
অথচ সে যেগুলোকে অভিযোগ বলে অনুযোগ করছে
সেগুলো আমার কাছে নিতান্তই অভিমান!
তাকে ভাবতে ভাবতে আমার চারপাশের সবকিছু-
যখন বিষে বিষে বিষাক্ত হয়ে ওঠে,
যখন বিষাক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিতে হয়-
তীব্র বেঁচে থাকার আকাঙ্ক্ষায়,
যখন বিশুদ্ধ অক্সিজেনের অভাবে একটু একটু করে
নিষ্পেষিত হয় আমার স্পন্দন,
যখন একটু একটু করে জমতে থাকা-
আমার বিশাল কষ্টের পাহাড়ে ধস নামে,
ঠিক তখনই আমি তাকে মারাত্মক আক্রমণ করি।
ছোবল দেই সমস্ত অভিমানের বিষ ঢেলে,
উগড়ে দেই সমস্ত অবজ্ঞা অবহেলার যন্ত্রণা,
পরক্ষণেই তাকে করা সমস্ত আঘাত-
প্রতিঘাত হয়ে ফিরে আসে আমারই কাছে।
পাল্টা আঘাত হানে আমার মনে মগজে।
ভেঙ্গে চুরে খান খান করে দেয় হৃদয় নামক বস্তুটিকে।
তারপর খিল খিল করে কটাক্ষের হাসি হেসে বলে
কষ্ট হচ্ছে ভীষণ, সইতে পারছো না তাই তো!
ছবি-গুগল
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই অসাধারণ এক অনুভুতির ছুঁয়ে গেলো কবি আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এটাই বাস্তবতা। যার জন্য সবকিছু সে যখন ভুল বুঝে কষ্টটা তখন বেশীই লাগে। আঘাত করলে প্রতিঘাত টা নিজের দিকে ই ফিরে আসে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দিদিভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“যার ভালো থাকা আমায় সবচেয়ে বেশি হাসায়,
যার মন্দ থাকা আমায় সবচেয়ে বেশি ভাবায় কাঁদায়,”
অভিযোগের তীর সেই বেশী চাপায়
যেমনি করে দিন কেটে যায় অবেলায়।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন দাদা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
এইরকম ভালোবাসা বিরল। আঘাতটা কতোটুকু লাগলো, তাও বুঝবে। আবার ভালোও বাসবে।
শুভকামনা আপনার জন্য
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜
শামীম চৌধুরী
সত্যিই এমন কষ্টগুলো সহ্য করা কষ্টকর।
সুরাইয়া পারভীন
তা বটে
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
প্রতিদানের হিসেব কষে ভালোবাসা হয়না। ভালোবাসলে আঘাত পেতেই হয়। তবে মন থেকে আপনার মত ভালোবাসা কষ্ট পেলে সেটি আপনার নয়, সমস্ত দায়ভার সেই মানুষটির যে এর মুল্য দিতে জানেনা।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
ভাইয়া আমি/আমরা যতোটুকু ডিজার্ব করি ততোটুকুই পেয়ে থাকি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
কমলিনী
অনুভব করলাম বিদ্ধ হৃদয়ের ক্ষত… ভালোবাসা এর নিরাময় হয়ে উঠুক…
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
ভালো মনের মানুষরা কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসাটাই বাসে।আর তাইতো তাঁকে আঘাত করে যতটা কষ্ট দেয় নিজে তাঁর চেয়ে বেশি কষ্ট পায় অনুতপ্ত হয়।
ভালো লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়