আঘাতের প্রতিঘাত

সুরাইয়া পারভীন ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১১:৩৬:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

যে আমার পাঁচ ওয়াক্ত নামাজের-

সবকটি মোনাজাতে থাকে!

যার ভালো থাকা আমায় সবচেয়ে বেশি হাসায়,

যার মন্দ থাকা আমায় সবচেয়ে বেশি ভাবায় কাঁদায়,

তাকে সবচেয়ে বেশি আমারই অভিযোগের-

আঘাতে জর্জরিত হয় জেনে স্তম্ভিত আমি!

অথচ সে যেগুলোকে অভিযোগ বলে অনুযোগ করছে

সেগুলো আমার কাছে নিতান্তই অভিমান!

তাকে ভাবতে ভাবতে আমার চারপাশের সবকিছু-

যখন বিষে বিষে বিষাক্ত হয়ে ওঠে,

যখন বিষাক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিতে হয়-

তীব্র বেঁচে থাকার আকাঙ্ক্ষায়,

যখন বিশুদ্ধ অক্সিজেনের অভাবে একটু একটু করে

নিষ্পেষিত হয় আমার স্পন্দন,

যখন একটু একটু করে জমতে থাকা-

আমার বিশাল কষ্টের পাহাড়ে ধস নামে,

ঠিক তখনই আমি তাকে  মারাত্মক আক্রমণ করি।

ছোবল দেই সমস্ত অভিমানের বিষ ঢেলে,

উগড়ে দেই  সমস্ত অবজ্ঞা অবহেলার যন্ত্রণা,

পরক্ষণেই তাকে করা সমস্ত আঘাত-

প্রতিঘাত হয়ে ফিরে আসে আমারই কাছে।

পাল্টা আঘাত হানে আমার মনে মগজে।

ভেঙ্গে চুরে খান খান করে দেয় হৃদয় নামক বস্তুটিকে।

তারপর খিল খিল করে কটাক্ষের হাসি হেসে বলে

কষ্ট হচ্ছে ভীষণ, সইতে পারছো না তাই তো!

ছবি-গুগল

৬৩৬জন ৪৯০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ