
ঝুড়িতে হাত আমিও রেখেছিলাম;
বিশ্বাস ছিলো
জামদানি শাড়ির মতো বড় হবো
নির্দ্বিধায় বৈধ পথে এগিয়ে
চোরাপথে আমিও দেখতে পারতাম
দেখিনি; দখলকৃত হাওয়ায় ফিরে গেছি
বিলবোর্ডে সাঁটানো আলপথে
কেন্দ্রশাসিত প্রেমিকাপন্থির জয়োল্লাস
ফিরতে ফিরতে ক্ষোভে নেতিয়ে গেলে
এক শ্রেণির পোশাকীয় স্কেলে—তাঁর
যে পুরুষ কাঁপিয়েছে কাঁপন ধরা ঠোঁটে
বিবেক থেকেই আমি জানতে চেয়েছি
বলতে পারেন-
আমার চুমুতন্ত্রের হন্তারক কে? কারা?
সেদিন থেকেই-
দেশীয় চুমুর ক্ষত নিয়ে চুমুখাত ভেঙে গেছে।
[ ছবিটি গুগল থেকে নেওয়া]
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বিশ্বাস ছিলো
জামদানি শাড়ির মতো বড় হবো————অসাধারণ ভাবনায় প্রকাশ কবি দা
ফয়জুল মহী
বর্ণ ও শব্দ সবই কমনীয় লেখনী ।
মোঃ মজিবর রহমান
চুমুখাত কি হবে মনুষ্য হারিয়ে গেলে
সাবিনা ইয়াসমিন
সুন্দর কবিতা, ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে। বিশ্বাস ছিল জামদানী শাড়ির মতো বড় হবো । দারুন শব্দচয়ন। শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জটিল।
নিতাই বাবু
সুন্দর উপস্থাপন। পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
তৌহিদ
নিজেদের ইচ্ছে অনিচ্ছের কোন দাম নেই, কর্তার ইচ্ছেয় কর্ম।
দারুণ লিখেছো কিন্তু!
আরজু মুক্তা
এখন একজন একজনকে ডিঙ্গিয়ে বড় হয়।
আদর ভালোবাসা লাগেনা। মার পিট করে যতো পারো নাও