সূর্যটাও আজ খেলা শিখে গেছে
তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে
আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না।
.
বিষণ্ণ একটা সীমানা মেপে নেই
কাউকে বলিনি; অথচ ডাক দেই
দীর্ঘ নীরবতার শোক ভাঙা রোদে
ভুল বানানে বার্তা পাঠাও
:ডাক দিয়ো না।
.
দীর্ঘকালীন ক্লান্ত চোখে ভুলে যাই
ভুলে যাও আমাকে সময়ের অপেক্ষায়
আবার সেই বার্তা পাঠাও
:ডাক দাও এখন।
.
এভাবেই সূর্যালোকে মেঘের খেলায়
রোজ এক ভুল নামকরণের স্বপ্ন মাখি,
ডাক দিয়ো
আমি ডাক দেই
তুমি ডাক দাও
চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-
তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।
[ছবিটি ব্লগ থেকে নেওয়া]
৯৬৮জন
৮১০জন
১২টি মন্তব্য
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 😍
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, চমৎকার প্রকাশ — চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-
তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।
ভালো থাকবেন। ধন্যবাদ।
নাজমুল হুদা
আপনিও ভালো থাকবেন দাদা
সাবিনা ইয়াসমিন
ঠাসাঠাসি আর ডাকাডাকির কবিতায় খুনসুটি পুরোদমে দেখা গেলো।
কবিতার সাইজ বড় হয়েছে! আর সুন্দরও 🙂
রেগুলার লিখো নাজমুল,
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
কবিতার বড় ছোট ভাবনার সাথে সম্পর্কিত। চাইলেও টেনে লম্বা করা যায় না। কবিতা মানেই অতিরিক্ত শব্দ পরিহার করা।
ধন্যবাদ প্রিয়াপু 😍
প্রদীপ চক্রবর্তী
মৌন বিকেলের শেষ গোধূলী আমার কাছে বেশ প্রিয়।
দারুণ লিখেছেন কবি দাদা।
আমি তো কবিতা লিখতেই পারিনা।
নাজমুল হুদা
কবিদের কাছে কখনও কখনও সবকিছুই প্রিয়, আবার কখনও প্রিয় কিছু প্রিয় হয় না।
কবিতা লিখুন দাদা 😍
সুপর্ণা ফাল্গুনী
সূর্যটাও আজ খেলা শিখে গেছে
তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে
আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না-দারুন লাগলো বরাবরের মতই। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নাজমুল হুদা
আপনিও ভালো থাকবেন আপু। ধন্যবাদ অফুরন্ত।
আলমগীর সরকার লিটন
এভাবেই সূর্যালোকে মেঘের খেলায়
রোজ এক ভুল নামকরণের স্বপ্ন মাখি,
চমৎকার কবি দা
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍