
মাগো তুমি আমায় নিয়ে
হয়তো শুধু ভাবো
লেখাপড়া শিখে আমি
মানুষ কবে হবো।
আমার তরে তোমার বুকে
কত ভালোবাসা
অনেক বড় জ্ঞানী হবো
এই তো তোমার আশা।
মাগো তুমি দোয়া করো
এই আশা করি
যেন তোমার স্বপ্ন আমি
সফল করতে পারি।
আশা তোমার পুরাবে মাগো
আর কিছুকাল পরে
তোমার মেয়ে সফল হবে
ফিরবে আপন ঘরে।
বানাব আমি নিজের ঘর
থাকব তোমায় নিয়ে
রাখব তোমায় রানীর মতো
আর কিছুকাল পরে।
—————–
পরিচিতিঃ কাজী সিরাজুম মুনীরা ইজমা
পঞ্চম শ্রেণি, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
১২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মায়ের প্রত্যাশা আর আকাঙ্ক্ষা পূরণ হোক। সুন্দর ছন্দে লেখা — বানাব আমি নিজের ঘর
থাকব তোমায় নিয়ে
রাখব তোমায় রানীর মতো
আর কিছুকাল পরে।। — শুভ কামনা এবং শুভেচ্ছা রইলো।
শায়লা ইলিয়াস
Thankyou
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ছোট মামনির মায়ের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা কে সাধুবাদ জানাই। খুব ভালো লাগলো কবিতা খানি। ঈশ্বর সবার মঙ্গল করুন
শায়লা ইলিয়াস
Thanks
আরজু মুক্তা
ভালো লাগলো
ফয়জুল মহী
ভালো লিখেছেন ।
সাবিনা ইয়াসমিন
বাহ, সুন্দর লিখেছে। বড় হয়ে আরও বড় কবি হয়ে উঠুক। শুভ কামনা রইলো তার জন্য 🌹🌹
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছুঁয়া কবি আপু
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অসাধারণ লাগলো।
শুভকামনা অনেক।
তৌহিদ
সন্তানের জন্য মায়ের চেয়ে প্রিয়জন আর কেউ নেই। সকল মায়েরা ভালো থাকুক।
মাকে নিয়ে মুনীরার লেখাটি ভালো লেগেছে। শুভকামনা তার জন্য।
জিসান শা ইকরাম
ছন্দ মিলানো কবিতা দেখে খুব অবাক হয়েছি,
এই বয়সে এমন সুন্দর লেখা অবাক করবেই যে কাউকে।
দোয়া করছি আপনার মেয়েকে।
শুভ কামনা।
হালিম নজরুল
পঞ্চম শ্রেণীর লেখা হিসাবে অনেক ভাল। দোয়া রইল।