জানালার পর্দা স্পর্শ করে বাতাস ঢুকছে।
মেঘের ঘ্রাণ শুঁকে কবুতরটি ঘরে এলে
শুভ্র পালক শিশিরের মতো উড়ে যায়
.
ঘোলা দুপুর উত্তাপ মাখানো বর্ষায়
চোখের ভেতরে- আমার কী যেন?
: কই কই..দেখি!
আঙুল ছুঁয়ে ডুবে দেখো
: নাই তো কিছু।
স্পর্শ নাকে এবার দেখো
:ইসস! কী শখ.
.
হঠাৎ—
টিনের চালে বৃষ্টির শব্দে
জোড়া হাসি ঢেউ খেলে
কেউ তো বলে-
:আচ্ছা, না..না….যাও।
[ছবিটি গুগল থেকে নেওয়া]
৬৯৮জন
৫৮২জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপনা। দারুন লিখেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
দারুণ লাগলো, দাদা।
ফয়জুল মহী
লেখা পড়ে ভীষণ ভালো লাগলো ।
সাবিনা ইয়াসমিন
খুনসুটি ছন্দময় হয়ে ধরা দিলো কবিতায়!
দারুণ লিখেছো।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ চমতকার। ধন্যবাদ ভাই।
তৌহিদ
কথার খুনসুটিতে প্রেমকথন! ভালো লাগলো পড়ে ভাই।
শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
খুনসুটি দারুন হয়েছে।
শুভ কামনা।
হালিম নজরুল
প্রেমময় খুনসুটি