জন্ম দিলে আমি সানন্দে চিৎকার করলাম।
.
কিছু গ্রহণযোগ্যতায় আমাকে প্রস্তুত করো
আর নয় মালবাহী ট্রাকের মতো নিরবে
আমাকে যৌবন দিলে,আমি শর্ত দিবো
সুখ কিংবা দুঃখ দিলে,চিৎকার করবো।
.
তারপর কোনো চুড়ুই পাখির শহরে
একটা ঘুম দিলে আমি কিছুই বলবো না
তুমি সজাগ দেখো- ওরাও আসবে
থমকে দাঁড়াবে,একটা ঘুম খোঁজবে।
.
কোথায়, এই জাগতিক সংলাপে-
আমার চেয়ে তোমাকে কেউ বেশি শিখেনি
তুমি ধ্বংসাত্মক পাহাড় সাজিয়ে ডাক দিও
শেষ প্রশ্নোত্তর জেনে নিও সেদিন-
বিরতিহীন অনিদ্রা ব্যর্থতম এক সভ্যতায়
তারার মতো খসে পড়ে; তোমার সততায়।
৬৮৪জন
৪৬৯জন
২০টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য, লেখা পড়ে বিমোহিত হলাম।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
সততায় না ব্যর্থতায় নিদ্রাহীনতা?
প্রেম খাঁটি। সভ্যতা অচল।
চলুক এই ভাবে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দাদা, বরাবরের মতোই মুগ্ধ হলাম।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
আলমগীর সরকার লিটন
তারপর কোনো চুড়ুই পাখির শহরে
একটা ঘুম দিলে আমি কিছুই বলবো না
তুমি সজাগ দেখো- ওরাও আসবে
থমকে দাঁড়াবে,একটা ঘুম খোঁজবে।———-চমৎকার প্রকাশ কবি দা
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা
প্রদীপ চক্রবর্তী
আহা!
দাদা বেশ ভালো লেখনী।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা
জিসান শা ইকরাম
কবিরা কত সুন্দর করে ভাবে 🙂
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
দারুন ভাবনার বহিঃপ্রকাশ। ভালো থাকুন সবসময় শুভ কামনা
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
সঞ্জয় মালাকার
বাহ্,
দাদা বেশ ভালো লেখনী।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ হয়েছে । শুভ কামনা ।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা
হালিম নজরুল
শুভকামনা রইল।
নাজমুল হুদা
ভাইয়া ভালোবাসা জানবেন 😍