সৎপথে অনেক ঝামেলা থাকে! তারপরও সৎপথে অনেক শান্তি। আমাদের শিক্ষা হোক এরকমই।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। কেমন আছেন এবং বর্তমানে কোথায় আছেন? যেখানেই থাকুন, এই সময়ে ভালো থাকুন!
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
দাদা, সৎপথে অনেক ঝামেলা থাকে কথা সত্য ! তারপরও সৎপথে অনেক শান্তি।
সৎপথে আসে যদি ভয়, আমি তাকেই করি জয়,
স্রষ্টা যদি করেন কৃপা, সিঁন্দু পারেও রবে না ভয়। বিজয়।
সত্যিই বলেছেন দাদা ভাই্। বসুন্ধরায় থেকে আমরর শরীরে কতই না ময়লা লাগিয়ে বাহাদুরি করি। মৃত্যুর পর সব ময়লার গন্ধ থেকে পরিত্রান পাবার জন্য আতর বা সুগন্ধি ঢেলে দেই। কিন্তু সমাজের মানুষরা কিন্তু জানে আমাদের কর্ম। দারুন লাগলো। শুভ কামনা রইলো।
২২টি মন্তব্য
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা, ভালো থাকবেনা সব সময় শুভ কামনা।
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সত্যের শক্তি অনেক। তাই সত্য ধারণ করি, লালন করি, ভালোবাসি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দিদি , সত্যের শক্তি, অনেক ,
সত্যের মৃত্যুনেই।
অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিবেক ছাড়া মনুষ্যত্বের বিকাশ হয় না। বিবেকহীন পশু সমতুল্য।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে,
ঠিক বলেছেন, বিবেক ছাড়া মনুষ্যত্বের বিকাশ হয় না।বিবেকহীন পশু সমতুল্য।
ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে শুভ কামনা রইলো।
নিতাই বাবু
সৎপথে অনেক ঝামেলা থাকে! তারপরও সৎপথে অনেক শান্তি। আমাদের শিক্ষা হোক এরকমই।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। কেমন আছেন এবং বর্তমানে কোথায় আছেন? যেখানেই থাকুন, এই সময়ে ভালো থাকুন!
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
দাদা, সৎপথে অনেক ঝামেলা থাকে কথা সত্য ! তারপরও সৎপথে অনেক শান্তি।
সৎপথে আসে যদি ভয়, আমি তাকেই করি জয়,
স্রষ্টা যদি করেন কৃপা, সিঁন্দু পারেও রবে না ভয়। বিজয়।
দাদা এই মুহূর্ত প্রবাসে আছি, ভালোই আছি আপনাদের আশীর্বাদেে,
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
মাহবুবুল আলম
ছড়া ভাল হয়েছে। তবে অন্ত্যমিল থাকলে আরও ভাল হতো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা, দাদা পরের বার চেষ্টা করিবো, অন্ত্যমিলা রাখার।
ভালো সুস্থ থাকবেন সবসময় শুভ কামনা রইলো!
হালিম নজরুল
শিশুদের ছড়ায় অন্ত্যমিল থাকলে আকর্ষণীয় হয়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা,
দাদা পরের বার চেষ্টা করিবো।
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দাদা।
সব সময়ের মতো এবারও মুগ্ধ হলাম।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ দিদি।
শামীম চৌধুরী
সত্যিই বলেছেন দাদা ভাই্। বসুন্ধরায় থেকে আমরর শরীরে কতই না ময়লা লাগিয়ে বাহাদুরি করি। মৃত্যুর পর সব ময়লার গন্ধ থেকে পরিত্রান পাবার জন্য আতর বা সুগন্ধি ঢেলে দেই। কিন্তু সমাজের মানুষরা কিন্তু জানে আমাদের কর্ম। দারুন লাগলো। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, মন্তব্যে ভালোবাসা রইল,
দাদা, ঠিক বলেছেন,
কর্ম ফলে ধর্ম মিলে, মিলে মানুষের মান
মানুষ জানে অর্ধ্যেক তার, মিথ্যেের মাঝে জীবন।
ভালো থাকবেন দাদাশুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সত্যের সুগন্ধিতে আলোকিত হয় সবাই। মিথ্যার মাঝে থাকলে বিবেকের মৃত্যু ঘটে।
ছড়া ভালো লাগলো,
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি,
মিথ্যার মাঝে থাকলে বিবেকের মৃত্যু ঘটে।
কর্ম জীবন শিক্ষা বিবেক –
মনুষ্যত্ব বিকাশের অবিচ্ছেদ্য অংশ ,
সুগ্ধিতে আলোকিত হোক বা-না হোক
সৎপথে জীবন হবে ধন্য !
আপনিও ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো।
তৌহিদ
সবার বিবেক জাগ্রত হোক এটাই কাম্য। ভালো থাকুন দাদা।
সঞ্জয় মালাকার
হুম, এই কামনা’ই করি দাদা,
আপনিও ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
আরজু মুক্তা
আপনাদের ধর্মের মতো বলতে হয়, সত্যম, শিবম, সুন্দরম।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।