খুনসুটি ৩

নাজমুল হুদা ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৩:৫৭:২১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
অভিযোগের বরফ জমা বুকে তাঁর অভিমান
শান্ত টলমলে চোখ, “তোমার আজ সময় হবে?”
: না।
ইদানিং তুমি ব্যস্ততার মোড়কে অদৃশ্য দুঃস্বপ্ন
একলা পোষা একা, “একটু তাড়াতাড়ি ফিরবে?
: না।
লাল আভার মিষ্টি গালে নোনতা জলের ছায়া
বুকচাপা কান্না স্বর, “তুমি খুব আজ পরিপূর্ণ।”
: হ্যাঁ। একটা গল্প শুনো-
               ” ঘুমো ঘুমো চোখ। গলায় ঝুলানো গামছা, টুথপেস্ট হাতে বেসিনে দাঁড়ায়। আয়নায় ভাসে এলোমেলো চুলে আবছা ঢাকা প্রিয় মুখ। তারপর রোজ রোজ কন্ঠের ন্যাকামিতে সহজ আবদার- আমাকে ব্রাশ করিয়ে দাও না, প্লীজ! পৃথিবীতে তো তাঁরাই পরিপূর্ণ।”
.
ছিপছিপ গালে হাসির ছায়া উড়ে মেঘের মতো
হঠাৎ বজ্রমুষ্টির বৃষ্টি পড়ে আমার উদোম বুকে
পলকেই- তু তু..ই কুত্তা। খা..রাপ। কষ্ট দিবি..
৫৫৩জন ৩৯৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ