
আপনি কি অনিশ্চিতায় ভোগছেন?টেনশনে ঘুম আসবে না ভাবছেন? ভাত খাওয়ার পরে কী খাবেন চিন্তিত? আর নয় দুশ্চিন্তা এখন হাতের কাছেই সমাধান। আপনার ফুসফুস ও ঠোঁটের ফিটনেস ঠিক রাখার জন্য ঘরে বসেই ধোঁয়া উড়ান, তাঁর জন্য আপনাকে পাটকাঠি, কাগজ, তেজপাতায় বিশ্বাস রাখতে হবে।
সাময়িক বাজারজাত বন্ধে যত্রতত্র টানাটানি যেন না ভুলে যান সেজন্য আপনার করণীয়-
* চার আঙুল সমপরিমাণ একটি পাটকাঠি নিয়ে আগায় আগুন ধরিয়ে টানতে পারেন।
* চার সমকোণ পরিমাপের একটি কাগজ গোল করে লম্বালম্বি প্যাঁচিয়ে বিকল্প স্বাদ পেতে পারেন আবার এরমধ্যে যদি তামাক পাতার স্বাদ পেতে চান তাহলে কাগজের ভিতর শুকনা লাউ পাতা গুড়ো করে ঢুকিয়ে নিয়ে তামাকের ফ্লেভার অনুভব করতে পারেন। এই পদ্ধতিটির একটু খাটুনি বেশি।
* সবশেষে, বাঙালির ঐতিহ্যবাহী তেজপাতা মুড়িয়েও আপনি অতিরিক্ত ধোঁয়া উড়ানোর খায়েশ মিটিয়ে নিতে পারেন।
সাবধান! উক্ত পরামর্শটি তাদের জন্য যারা শিশু নাই, মুরব্বি নাই, রাস্তা নাই, ফুটপাত নাই, ঘরের বউ নাই, গার্লফ্রেন্ড নাই, যে কারো সামনে এমনকি লাইভেও সিগারেট ধরিয়ে উড়াধুরা টানা শুরু করেন স্বর্গীয় শিষ্টাচার মনে করে, তাদের ফুসফুস এবং ঠোঁটের ফিটনেস ধরে রাখার জন্যই এমন করণীয় যেন সাময়িকভাবে ভুলে না যান আপনার কাছ থেকে পরবর্তী প্রজন্মের শিখার আছে। জয় হোক মানবতার।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ধূপপানের জন্য বিকল্প পদ্ধতি নিয়ে লেখা ভালোই লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, এত বুদ্ধি কই রাখো নাজমু? আগামী প্রজন্মরা কিছু শিখুক বা নাই শিখুক, এখনকার ধুম্রপানীরা তোমার বুদ্ধিতে উপকৃত হবে বলেই মনে হচ্ছে 😀😀
নাজমুল হুদা
হা হা হা, বুদ্ধি মাঝে মাঝে যে কোথায় থেকে যে আইয়া পড়ে তা আমি নিজেও জানি না।
আপু তা শিখার জন্য বাধ্যতামূলক বলি নাই, তাদের ফুসফুস ও ঠোঁটের ফিটনেস ধরে রাখার জন্যই দিছি যেন এই সাময়িক বাজারজাত বন্ধে ভুলে না যায় টানাটানিটা। 😀😀
তৌহিদ
হ্যা, কবিরাজ সাব! যাদের কাশি আছে তারা এই কার্য সম্পাদন করে সুস্থ্য হতে পারবে কিন্তু!! তা ফিস কত?
নাজমুল হুদা
ফিস তো আপনি নির্ধারণ করার কথা আমি ছোটখাটো কম্পাউন্ডার ছিলাম একসময়। খুশি হয়ে যা দিবে উপকার হলে খরচ চললেই হলো। এবার ঈদেও তেমন খরচ হবে না মার্কেট করা লাগবে না। 😀
নাজমুল হুদা
#দিবেন
তৌহিদ
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ফয়জুল মহী
বর্তমান জীবন চলার কথা👌👌
প্রদীপ চক্রবর্তী
হাহাহা কবিরাজ দাদা।
মজা দিলা মজা নিলা।
পাতারবিড়ি খাইছি লুকাইয়া ক্লাস ফাইভে থাকতে কালভার্টের নিচে বইয়া আমি আর আমার এক বন্ধুয়ে।
এখন খাইনা।
নাজমুল হুদা
এইতা আমিও খাইছি ছোডো সময়। এখন খাই না। মজা দিছি তাইলে মজা নিছি কিনা বুঝতে পারছি না।😀
হালিম নজরুল
সাবাস কবিরাজ।
ধুমপানের বিকল্প ভাবনার জন্য ধন্যবাদ।
শামীম চৌধুরী
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন। পাটখড়ির আগায় আগুন ধরিয়ে অনেক বিড়ি টানছি।