
পবিত্র রমজান মাস আমাদের মাঝে হাজির হয়েছে পাপি বান্দাদের একমাস ট্রেনিং দেয়ার মাধ্যমে শুদ্ধ করার তথা পবিত্র করার মিশন নিয়ে। আমরা যারা মুসলমান আমরা কি প্রস্তুত? আমরা জানি এ মাস কুরআনুল করিম নাযিলের মাস। শবে কদরের পবিত্র রজনীতে এই কিতাব আমাদের প্রিয় নবী রাসুল্লাহ মোহাম্মদ (স.) এর উপর নাযিল হয়। আমরা কি এ কিতাবটি সবাই সহিহ শুদ্ধ রুপে পড়তে পারি? না পাড়লে এই একমাস আপনার জন্য কিতাবটি শিখার একটি সুবর্ণ সুযোগ। যেহেতু এই রমজানে করোনার কারনে কোয়ারেন্টাইন জীবন পালন করতে হচ্ছে, এই সময়টা রমজানের সোয়াব হাসিলের অতিরিক্ত সুযোগ হিসেবে আমরা কাজে লাগাতে পারি। কুরআন শিখে, খতম করে, কুরআনের অনুবাদ ও মর্মার্থ পড়ে তা থেকে জ্ঞান অর্জন করতে পারি। এ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে আল্রাহর সন্তুষ্টি লাভ করতে পারি।
একজন মুসলিম হিসাবে আমাদের জানা উচিত কোথা হতে আমি এসেছি, কিভাবে এসেছি আবার কোথায় যাব, কি আমার কর্তব্য নানাবিধ অতিত -বর্তমান আর ভবিষ্যতের তথ্য। এটা একমাত্র কোরআন পাঠের মাধ্যমে সম্ভব। তাই বেশী বেশী কোরআন পাঠ করা উচিত। বাসায় নিশ্চয় বাংলা অর্থ আর ব্যাখ্যাসহ কোরআন শরিফ আছে সবার। আজই পড়ে দেখুন। কি জ্ঞান সম্ভার মহান আল্লাহ তার বান্দার জন্য উপহার দিয়েছেন। যতই পড়বেন ততই অবাক হবেন। বিজ্ঞান যা আবিষ্কার করছে অতিসম্প্রতী দেখা যাচ্ছে কোরআন ১৪০০ বছর আগে তা বলে দিয়েছে ব্যাখ্যা সহ। আমার ক্ষুদ্র জ্ঞানে কিছুর কথা বলছি- যেমন- বৃষ্টি আর মেঘমালা, মানব শিশুর জম্ম, লোহার উপকারিতা, মানব দেহ পুরেগেলে নতুন চামড়া গজানো, মিরাজের মাধ্যমে সময়ের গতি এমনই বিজ্ঞান সমৃদ্ধ নানা তথ্য। আছে অনেক ইতিহাস ভিত্তিক নিদর্শনের কথা যা আজো আমরা ভ্রমন করে দেখতে পাই । যেমন- ফেরাউনের লাশ, ডেথ সি, পাসাপাসি প্রবাহিত দুই দরিয়া সর্বপরি সৌরজগতে দ্বিখন্ডিত চাদ, এমনই অনেক মোজেজা নিয়ে আলকোরআন নাযিল হয়েছে। ইতিহাস ভিত্তিক কাহিনিগুলো আমাদের বর্তমান সময়ে জীবনাচরন কি হবে তা বলে দেয়। যা একজন মোসলমান শুধু নয় সারা মানবজাতির জন্য শিক্ষনীয়। আদম (আ:) , নুহ (আ:), ইব্রাহীম (আ:), মুসা (আ:) ইসা (আ:) সর্বশেষ মহানবী(সা:) আরো অনেক নবির কাহিনি আছে এতে যা সত্যই শিক্ষনিয়। ১১৪টি সুরার মধ্যে সবগুলোর শানে নযুল পরলে বুঝা যায় কিভাবে মহানবিকে আল্লাহ তালা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এ আচর্য কিতাব দিয়েছেন। মহান আল্লাহ পবিত্র কালামে বলেন, এই সেই কিতাব যাতে বিন্দু পরিমান সন্দেহ নেই, এটা মোত্তাকিদের জন্য হেদায়েত।” কাজেই আপনি যদিমোত্তাকি হতে চান কোরআন পড়ুন বুঝুন আর আমল করুন। কোরআনই পারে একমাত্র কোরআনই পারে আপনাকে সত্য সুন্দরের পথ দেখাতে। দুনিয়ায় এবং আখেরাতে। কারন এটা শুধু মাত্র ধর্মীয় গ্রণ্হ নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা জীবন্ত মোজেজা।
আসুন কুরআন পড়ি। কুরআনেরা আলোয় নিজেকে আলোকিত করি। প্রতিদিন অন্তত পক্ষে এক পাতা হলেও পড়ি। এ মাসে প্রতিদিন কুরআনের সুরা গুলো নিয়ে কিছু তথ্য আপনাদের দেবার চেষ্ট করব।
এসুরার বিষয়বস্তুঃ স্রষ্ট আর সৃষ্টির মধ্যে ঐশ্বরিক সম্পর্ক । স্রষ্টার ও সৃষ্টির মাঝে গভীর ভাব বিনিময়। যেখানে স্রষ্টার বড়ত্ব জাহির করে সৃষ্টি নিজেকে সপে দিয়েছে ধ্যানে। আর স্রষ্টা সৃষ্টির প্রতিটি প্রশংসার জবাব দেন। প্রকৃত পক্ষে এ সুরাটি হলো বান্দার জন্য আল্লাহর শেখানো একটি দোয়া।
(পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু)
ইমাম তিরমিযী আবু হুরাইরাহ রা. থেকে বর্ণনা করেছেন যে, রসূলে কারীম (সা.) বলেছেন যে –
“সূরায়ে ফাতিহা প্রত্যেক রোগের ঔষধবিশেষ।”
১১টি মন্তব্য
সুরাইয়া পারভীন
মাশাআল্লাহ। দারুণ পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি প্রতিবছরই কদরের রাতে কুরআন খতম করি। এবার পারবো কিনা বুঝতে পারছি না।
দোয়া করবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আতা স্বপন
ধন্যবাদ। মাহে রমজানে সবার জীবনে নিয়ে আসুক করোন মুক্ত নতুন এক বিশ্ব।
সাবিনা ইয়াসমিন
যারা মনে প্রানে ইসলামের বিধিনিষেধ মেনে চলেন তাদের দিনের শুরু এবং শেষ ভাগ কোরানের আয়াতের মাধ্যমেই করেন। বিশেষ করে রোজার মাসে শত ব্যস্ততার মধ্যে থেকেও চেষ্টা করেন খতমে তারাবীর সাথে এক খতম কোরান তেলাওয়াত করতে। আপনার এই উদ্যেগ দেখে ভালো লাগলো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে অর্থ সহ কোরান পাঠ করার তৌফিক দিন। আমীন।
আতা স্বপন
ধন্যবাদ। মাহে রমজানে সবার জীবনে নিয়ে আসুক করোন মুক্ত নতুন এক বিশ্ব।
ফয়জুল মহী
Ramadan mubarek
আতা স্বপন
ধন্যবাদ। মাহে রমজানে সবার জীবনে নিয়ে আসুক করোন মুক্ত নতুন এক বিশ্ব।
হালিম নজরুল
শুভকামনা রইল।
আতা স্বপন
ধন্যবাদ। মাহে রমজানে সবার জীবনে নিয়ে আসুক করোন মুক্ত নতুন এক বিশ্ব।
আরজু মুক্তা
আলহামদুলিল্লাহ।
ভালো লাগলো জেনে।
আতা স্বপন
ধন্যবাদ। মাহে রমজানে সবার জীবনে নিয়ে আসুক করোন মুক্ত নতুন এক বিশ্ব।
আতা স্বপন
আপনার সন্তানকে সুরা ফাতিহাটা শিক্ষা দিন। এ সুরাটা পড়ে সে যখন সালাত আদায় করে এতে দিনে সুরাটি সে কমপক্ষে ১৭ বার তেলাওয়াত করবে। সে যত দিন বেচে থাকবে ততদিন এভাবে সালাত আদায় করলে যদি ১০টি নেকিও পায় আপনি শিক্ষাদেবার কারণে আপনিও পেতে থাকবেন। কুরআনের আলোকে আসুন আমাদের পরিবারকে আলোকিত করি।